এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ঊর্ধ্বমুখী করোনার গতি আটকাতে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? কি বলছেন কলকাতার মেয়র?

ঊর্ধ্বমুখী করোনার গতি আটকাতে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? কি বলছেন কলকাতার মেয়র?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কিছুদিন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর আরও একবার রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমনের গতি। বুধবার কলকাতায় হাজারের বেশি সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। যা অত্যন্ত উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞ ঐ চিকিৎসকদের। পাশাপাশি জানা গিয়েছে সংক্রমণের অর্ধেকের বেশি রয়েছে শুধু মাত্র কলকাতাতেই। 540 জন সংক্রামিতর খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। কলকাতায় বরাবরের মতন সংক্রমনের আধিক্য বেশি থাকায় আরো একবার কনটেইনমেন্ট জোন ফিরে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠক থেকে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।

কলকাতায় বুধবার 540 জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 288 জন এবং মৃত্যু হয়েছে তিনজনের। এই মুহূর্তে কলকাতার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিন লক্ষ 34 হাজার 723। বর্তমানে সক্রিয় রয়েছেন 2912। মৃত্যু হয়েছে যথাক্রমে 5311 জনের। মুখ্যমন্ত্রী গতকাল দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠক থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন ওমিক্রন নিয়ে। এবং পরিস্থিতি সামলাতে আরো একবার কনটেইনমেন্ট সহ অন্যান্য বিধি-নিষেধ ফিরিয়ে আনার কথা তিনি বলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী পয়লা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি বিধি-নিষেধ আরোপ না করে একেবারে তেসরা জানুয়ারি থেকে যাতে বিধিনিষেধ আরোপ করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বুধবার করোনা নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, কলকাতায় কোথায় কোথায় করোনা হচ্ছে সেই এলাকাগুলিকে চিহ্নিত করা হবে এবং প্রয়োজনে কনটেইনমেন্ট জোন না করে মাইক্রো কনটেইনমেন্ট জোন করে দেওয়া হবে। তবে পুরো বিষয়টিই যে রাজ্যের সঙ্গে আলোচনা করেই করা হবে সে ব্যাপারে নিশ্চিত করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

অন্যদিকে পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময় শহরের বাইপাস সংলগ্ন পূর্ব কলকাতা, দক্ষিণ এবং সংযুক্ত এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি ছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে অন্য ছবি। কার্যত শহরের অধিকাংশ বোরোতে করোনার আধিক্য বেশি দেখা যাচ্ছে। যেমন- কলকাতার 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 14, 16 বোরোতে করোনার বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে নতুন করে কনটেইনমেন্ট জোন তৈরি করে কিভাবে পরিস্থিতি সামলানো যায় তা নিয়ে চলছে সরকারী আলোচনা। পাশাপাশি এক ধাক্কায় সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সর্বস্তরে। সে ক্ষেত্রে কড়া বিধি-নিষেধের আওতায় কি পরিস্থিতি সামলানো যাবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!