এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > রাস্তা সম্প্রসারনের জন্য ভাঙতে চলেছে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা বাজার, মাথায় হাত ব্যাবসায়ীদের

রাস্তা সম্প্রসারনের জন্য ভাঙতে চলেছে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা বাজার, মাথায় হাত ব্যাবসায়ীদের


শক্তিগড়ের ল্যাংচার খ্যাতি বিশ্বজুড়ে। কিন্তু এবার সেই আমড়ায় জিটি রোডের দুদিকের ল্যাংচার দোকানপাটই ভাঙা পড়তে চলেছে। বৃহস্পতিবার বর্ধমানের জেলাশাসকের কনফারেন্স রুমে পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত 2 নম্বর জাতীয় সড়ককে 6 লেন করবার জন্য 62 থেকে 65 একর জমি অধিগ্রহনের ব্যাপারে প্রশাসনিক কর্তা,জনপ্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেওয়ায় মাথায় হাত ব্যাবসায়ীদের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে ব্যাবসায়ীরা এতে যদি আপত্তি তোলে সেক্ষেত্রে পিলার তুলে দিয়ে এলিভেটেড করিডর নির্মান করা হবে। তবে সেক্ষেত্রে জাতীয় সড়কের নীচে দোকান থাকায় তো সেই ব্যাবসার আর কোনো গুরুত্বই থাকবে না। তাই এবার সেই ব্যাবসায়ীদের নিয়েও আগামী মঙ্গলবার একটি বৈঠকে বসতে চায় জেলা প্রশাসন।

তবে তার আগে বৃহস্পতিবার জেলাশাসকের কনফারেন্স রুমে এক বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক প্রনবকুমার বিশ্বাস,বিধায়ক অলোক মাঝি, সাতটি ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও জাতীয় সড়ক লাগোয়া পঞ্চায়েতের প্রধান ও জাতীয় সড়ক কতৃপক্ষেরা। তবে শেষপর্যন্ত এই সড়কের চাপে শক্তিগড়ের ল্যাংচা অক্ষত থাকতে কি ব্যাবস্থা নেয় প্রশাসন তার জন্য অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!