এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজ রথযাত্রা – কলকাতার বিখ্যাত ইসকনের রথযাত্রা ঘিরে থাকছে একের এক চমক

আজ রথযাত্রা – কলকাতার বিখ্যাত ইসকনের রথযাত্রা ঘিরে থাকছে একের এক চমক

আজ রথযাত্রা। আর এই রথযাত্রাকে ঘিরে বাঙালির হৃদয়ে যে নিজস্ব আবেগ তাকে আরও সুমধুর করে তুলতে চলেছে কলকাতার অন্যতম বিখ্যাত ইসকনের রথযাত্রা। এবারের ইসকনের রথযাত্রাকে ঘিরে থাকছে একের পর এক চমক। প্রতিবছরের মতো এবারও কলকাতায় মহাসমারোহে রথযাত্রার আয়োজন করতে চলেছে ইসকন কর্তৃপক্ষ।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এক সাংবাদিক সম্মেলনে ইসকনের কো-ডিরেক্টর আনন্দমোহন দাস জানান, এবার ইসকনের রথযাত্রায় ভোগ রান্না করবেন স্বয়ং পুরীর জগন্নাথ দেবের পাচক। এবারের বিশেষ চমক হিসেবে জগন্নাথ দেবের ৫৬ ভোগ রান্না করবেন পুরী মন্দিরের পাচক। ভোগ ছাড়াও থাকবে পুরীর বিখ্যাত বিশেষ কিছু মিষ্টি এবং খাজা। অন্যান্যবারের মতো রথের রশি টেনে এবারও এই রথ যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন বিখ্যাত নায়িকা ভাগ্যশ্রী থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী সহ অনেক সেলিব্রেটি বলেই ইসকন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

ইসকন কর্তৃপক্ষের তরফে আরো জানানো হয়েছে, এবারের রথের চাকা পরিবর্তিত হতে চলেছে একটি রথের চাকার বদলে বোয়িং বিমানের চাকা লাগানো থাকবে। আজ ইসকন মন্দিরের সামনে থেকে রথের রশিতে টান দিয়ে শুরু হবে রথযাত্রা, যা কলকাতার বিখ্যাত বেশ কিছু পথ ঘুরে গিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে যাত্রা শেষ করবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি সুবিশাল রথ। আর সেখানেই আগামী উল্টোরথ পর্যন্ত বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে।

এবারে ইসকনের থিম করা হয়েছে ‘কলকাতার গুপ্তধন’ – বিষয়টি নিয়ে বিশদে জানিয়েছেন সংগঠনের সভাপতি দয়ারাম দাস। তিনি বলেন কলকাতা ও তার সংলগ্ন এলাকায় শ্রীচৈতন্য মহাপ্রভু এবং ইসকন-এর প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের পদধূলিযুক্ত জায়গাগুলিকে চিহ্নিত করে তা মানুষের সামনে তুলে ধরা হবে। খড়দহ-পানিহাটি থেকে শুরু করে বেশ কিছু জায়গা বৈষ্ণব তীর্থের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তীর্থযাত্রার মাধ্যমে এসব ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরায় মূল লক্ষ্য ইসকন সংস্থার। এবারের রথযাত্রায় বিভিন্ন নৃত্যানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে বলেও জানান তিনি – ওড়িশি, ভারতনাট্যম, কুচিপুরির মত ভারতীয় সংস্কৃতির নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিশিষ্ট শিল্পীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!