এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুরভোটের দামামা বাজতেই বাড়ছে উদ্বেগ! একি বললেন দিলীপ ঘোষ!

পুরভোটের দামামা বাজতেই বাড়ছে উদ্বেগ! একি বললেন দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একের পর এক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তৃণমূল প্রার্থীদের জয়জয়কার। যার ফলে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। যদিও বা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, একতরফা নির্বাচন করিয়ে মানুষকে ভোটাধিকার প্রয়োগের দিক থেকে বঞ্চিত করে তৃণমূল কংগ্রেস এই ফলাফল করেছে। তবে উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন রাজ্যের পক্ষ থেকে কলকাতা, হাওড়া এবং বিধাননগর পৌরসভার ভোট চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।

স্বাভাবিক ভাবেই খুব দ্রুত রাজ্যে পৌরসভা নির্বাচনের দামামা বেজে যেতে পারে। বিজেপি কার্যত এই পৌরসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। রাজ্যের অধিকাংশ পৌরসভা তাদের দখলে আসবে বলে আশাবাদী ভারতীয় জনতা পার্টি। তবে এক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা রয়েছে গেরুয়া শিবিরের মধ্যে। যেখানে পৌরসভা নির্বাচনেও জোর করে সন্ত্রাস করে বাঁধাদান করতে পারে শাসক শিবির বলে দাবি করছেন পদ্ম শিবিরের নেতারা। আর তার মাঝেই এবার গোটা বিষয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন দিলীপ ঘোষ। আর সেখানেই পৌরসভা নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “এর আগে বিধাননগরে কিভাবে ভোট হয়েছে, তা সকলে জানে। কলকাতা পৌরসভাতে কিভাবে ভোট হয়েছে, তা সকলে দেখেছে। জোর করে একতরফা নির্বাচন করানো হয়েছে। তবে বিজেপি সকল শক্তি দিয়ে পৌরসভা নির্বাচনে লড়াই করবে।” অর্থাৎ বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে বিজেপি যে পৌরসভা নির্বাচন নিয়ে যথেষ্ট শঙ্কিত, তা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ।

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপবাবু বোঝাতে চাইলেন, রাজ্যের প্রতিটি নির্বাচনেই সন্ত্রাস হয়। তাই পৌরসভা নির্বাচনে যদি সন্ত্রাস হয়, তাহলে সমস্যা হতে পারে অর্থাৎ নিরাপত্তার বিষয়টি প্রধান ভাবে তুলে ধরে ঘাসফুল শিবিরকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!