এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনায় আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রী, চাঞ্চল্য রাজনীতি মহলে

করোনায় আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রী, চাঞ্চল্য রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল পুরভোটের প্রচারে মঞ্চে বক্তব্য রাখার সময় হঠাৎ করেই সংজ্ঞাহীন হয়ে পড়েন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে আনা হয় তাঁকে আমেদাবাদে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। রক্তচাপ, শর্করার মাত্রা হঠাৎ করে কমে যাবার কারণে তিনি জ্ঞান হারিয়েছিলেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি তাঁর করোনা আক্রান্ত হবার খবর সামনে এলো।

জানা গেছে, দুদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। এক হিসেবে শরীরের সঙ্গে সংগ্রাম করেই একাধিক সভায় তিনি বক্তব্য রেখেছিলেন। গত শনিবার জামনগরে একটি সভায় তিনি বক্তব্য রেখেছিলেন। গতকাল বাদোদরার নিজামপুরা এলাকার একটি সভায় পুরভোটে বিজেপির হয়ে প্রচার বক্তব্য রাখার সময় অজ্ঞান হয়ে গেলে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে তাঁকে নিয়ে আসা হয় আমেদাবাদের একটি হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাধিক শারীরিক পরীক্ষার পর তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। পুরভোটের প্রচার ও অন্যান্য কিছু কারণে বেশ কিছুদিন ধরেই অত্যন্ত ব্যস্ত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সে কারণে নিজের শারীরিক অবস্থার দিকে তিনি ততটা নজর দিতে পারেননি বলেই জানাচ্ছেন তাঁর অনুগামীরা। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তেমনই প্রার্থনা রয়েছে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!