এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > একুশে জুলাইয়ে কি পোড়খাওয়া কংগ্রেস নেতার তৃণমূলে অভিষেক? বাড়ছে জল্পনা!

একুশে জুলাইয়ে কি পোড়খাওয়া কংগ্রেস নেতার তৃণমূলে অভিষেক? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনে একটিও আসন দখল করতে পারেনি কংগ্রেস‌। এই প্রথম রাজ্য বিধানসভায় তাদের কোনো প্রতিনিধি নেই। একই অবস্থা বামেদের। বৃহত্তর জোট গঠন করলেও তারা লাভের লাভ কিছু করতে পারেনি। সেদিক থেকে রাজ্য বিধানসভায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। দিনকে দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বাম, কংগ্রেসের মতো এককালের তাবড় তাবড় রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে কংগ্রেস থেকে শুরু করে বামেদের অভিজ্ঞ নেতারা রাজনৈতিক অক্সিজেন পেতে তৃণমূলের সঙ্গে মিশে যেতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল।

আর সেই জল্পনাকে দীর্ঘায়িত করে এবার উত্তরবঙ্গের পোড়খাওয়া কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক শংকর মালাকার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। যেখানে আগামী একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকেই শঙ্করবাবুর ঘাসফুল শিবিরে যোগদানের বিষয়টি নিশ্চিত হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই জল্পনা বৃদ্ধি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, খুব দ্রুত কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দিতে পারেন উত্তরবঙ্গের হেভিওয়েট কংগ্রেস নেতা শংকর মালাকার। মূলত, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন তিনি। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারেননি এই কংগ্রেস নেতা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে তার দলবলের জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছিল। আর তার মাঝেই এবার তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে শুধু ঘাসফুল শিবিরের নাম লেখানো নয়, যদি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তাহলে সংগঠনকে শক্তিশালী করতে তাকে বড় জায়গা দিতে পারে তৃণমূল নেতৃত্ব বলেও দাবি করছে একাংশ।

বলা বাহুল্য, দীর্ঘ অভিজ্ঞ কংগ্রেস নেতা হিসেবে পরিচিত শঙ্করবাবু। কিন্তু তিনি অত্যন্ত তৃণমূল বিরোধী বলেই পরিচিত ছিলেন। তবে বিধানসভা নির্বাচনে কংগ্রেস একেবারে শূন্যে নেমে আসাতে দলের অনেক অভিজ্ঞ নেতা-নেত্রীরা যে সুর বদলাতে শুরু করেছেন, তা ভেতরে ভেতরে টের পেয়ে গিয়েছিলেন অনেকে। আর এই পরিস্থিতিতে অবশেষে সেই অভিজ্ঞ কংগ্রেস নেতার তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!