এখন পড়ছেন
হোম > জাতীয় > ট্রেন দুর্ঘটনায় মৃত্যুপুরীতে ডুবে দেশ, আতঙ্কে আমজনতা!‌

ট্রেন দুর্ঘটনায় মৃত্যুপুরীতে ডুবে দেশ, আতঙ্কে আমজনতা!‌


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুক্রবার রাতে তিন ট্রেনের সংঘর্ষে বড় দুর্ঘটনা ঘটে ওড়িশার বালেশ্বরে। যেখানে করমন্ডল এক্সপ্রেস, হামসফার এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে দুমড়ে মুচরে যায় একের পর এক বগি। এখনও পর্যন্ত মৃত্যুর খবর একের পর এক আসতে শুরু করেছে। যার কোনো শেষ নেই। আহত হয়েছেন প্রায় প্রচুর মানুষ। কারা এখনও সেই ট্রেনের তলায় চাপা পড়ে আটকে রয়েছেন, তার হদিশ পাওয়া যাচ্ছে না। আর বড় মাপের এই ট্রেন দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কে সকলে।

প্রসঙ্গত, তিন ট্রেনের সংঘর্ষে শুক্রবার রাত থেকেই সকলের নজর রয়েছে ওড়িশার বালেশ্বরের দিকে। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করা হয়েছে। তবে যেভাবে মৃত্যুর খবর ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে, তাতে আর কত পরিজনদের হারাবেন তাদের কাছের মানুষেরা, তা নিয়ে বেদনার শেষ নেই। রেল সুত্রের খবর, এখনও পর্যন্ত 238 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন সাড়ে ছয়শোর বেশি মানুষ।

পর্যবেক্ষকদের মতে, এযাবত কালের মধ্যে এটা সবথেকে বড় রেল দুর্ঘটনা। এত মানুষ যে মুহূর্তের মধ্যে এই দুর্ঘটনায় প্রাণ হারাবেন, তা হয়তো কেউ কল্পনা করতে পারেননি। কয়েক মিনিটে যেভাবে ট্রেনের সংঘর্ষে দুমড়ে গিয়েছে প্রত্যেকটি বগি, আহত হয়েছেন প্রচুর মানুষ, তাতে রেলের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে শেষ পর্যন্ত যেভাবে মৃত্যুপুরীতে ডুবতে শুরু করেছে দেশ, তাতে সেই স্বজন হারানোর বেদনার কান্না রীতিমতো আতঙ্কে রাখছে দেশবাসীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!