এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > হেভিওয়েট কংগ্রেস নেতার সঙ্গে বৈঠকে অভিষেক, বাড়ছে জল্পনা!

হেভিওয়েট কংগ্রেস নেতার সঙ্গে বৈঠকে অভিষেক, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মাঝে তার বাড়িতে মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের পৌঁছে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্রের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে গুঞ্জন তৈরি হয়। খুব দ্রুত তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলেও দাবি করা হয় বিভিন্ন মহলের পক্ষ থেকে।

আর এবার সেই জল্পনাকে বাড়িয়ে জঙ্গিপুরের প্রাক্তন সংসদ তথা হেভিওয়েট কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। তাহলে কি অভিজিতবাবুর তৃণমূলে অভিষেক শুধু সময়ের অপেক্ষা! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর এই প্রশ্নই তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রীটে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর তারপর থেকেই গুঞ্জন বাড়তে শুরু করে। জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই দুই রাজনৈতিক নেতার আলোচনা হয়েছে। তবে কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের অফিসে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, মুর্শিদাবাদের তৃণমূল নেতারা যেদিন অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, সেদিন থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছিল জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের। আর এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠকে দেখা গেল তাকে। যার ফলে অভিজিৎবাবুর তৃণমূলে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় রাজনীতি সম্পর্কে একটা সম্যক ধারণা রয়েছে অভিজিৎ মুখোপাধ্যায়ের। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তিনি। সেদিক থেকে তার মত অভিজ্ঞ নেতাকে এখন নিজেদের দিকে নিয়ে এসে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস‌। কারণ এখন বাংলা জয়ের পর তৃণমূলের নেক্সট টার্গেট 2024 এর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সেই লক্ষ্য নিয়ে দলকে মজবুত করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই কি এবার প্রণব মুখোপাধ্যায়ের পুত্রকে তৃণমূলে যোগদান করানোর কাজ শুরু করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড? জল্পনা ক্রমশ বাড়ছে। যদিও বা এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিজিৎ মুখোপাধ্যায় কেউ কিছুই বলেননি। কিন্তু গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!