এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কালীঘাটের কাকুর গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক কুনাল, জানলে চমকে যাবেন!

কালীঘাটের কাকুর গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক কুনাল, জানলে চমকে যাবেন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে নানা জল্পনা চলছে। তবে মঙ্গলবার দিনভর জেরা করার পর রাতে গ্রেফতার করা হয়েছে সেই কালীঘাটের কাকুকে আর তারপরেই রীতিমতো বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসকে। তবে সোমবার একমাত্র কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে যোগদান করার পরেই যেভাবে কালীঘাটের কাকুকে গ্রেফতার করা হলো, এবার তা নিয়েই সন্দেহজনক তথ্য পেশ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার দাবি, বাইরন বিশ্বাস দল বদল করার পরে সিপিএম এবং কংগ্রেসের শোক সভা চলছে। ফলে এজেন্সি এবং বিজেপি তাদের কি বাড়তি অক্সিজেন পাইয়ে দেওয়ার জন্য এই কাজ করলো, এটা একটা প্রশ্নের বিষয়। আর কুনাল ঘোষের এই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

 

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “আমি তদন্তের বিষয়ে কিছুই বলতে চাই না। এখনই কিছু এই ব্যাপারে বলা ঠিক হবে না। তবে বাইরন বিশ্বাস যখন দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তখন কংগ্রেস এবং সিপিএমে একটা শোক সভা চলছে। ফলে সেই সময় দাঁড়িয়ে এজেন্সি এবং বিজেপি কি তাদের উৎসাহ দিতেই একটা চিত্রনাট্য তৈরি করল! এটা একটা প্রশ্নের বিষয়।”

পর্যবেক্ষকদের মতে, বারবার তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে পরিচালিত করে তৃণমূলের প্রতি প্রতিহিংসা পরায়ন আচরণ করছে। শুধু তাই নয়, বাংলায় তৃণমূলকে চাপে ফেলতে বাম এবং কংগ্রেস বিজেপির সঙ্গে হাত ধরে চলছে বলেও দাবি করে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে বাইরন বিশ্বাস দলবদল করার পর যখন শূন্য হয়ে গিয়েছে বাম এবং কংগ্রেস, সেই সময় সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেপ্তার কি বিজেপির পক্ষ থেকে বাম এবং কংগ্রেসকে সহযোগিতার পদক্ষেপ! তা নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়ে রীতিমত শোরগোল ফেলে দিলেন কুনাল ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!