এখন পড়ছেন
হোম > রাজ্য > স্কুল খুলেও ফের ছুটির ঘোষণা, কি জানালেন মুখ্যমন্ত্রী!

স্কুল খুলেও ফের ছুটির ঘোষণা, কি জানালেন মুখ্যমন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে অনেকদিন ধরেই চলছে গরমের ছুটি। তবে এর মাঝেই মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী 5 তারিখ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলো খুলে যাবে এবং প্রাথমিক স্কুলগুলো খুলবে 7 তারিখ থেকে। তবে রাজ্যে চলছে প্রবল তাপপ্রবাহ। তাই এই পরিস্থিতিতে আদৌ স্কুল খোলা কতটা বিবেচকের কাজ হবে, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছিল। অনেকেই সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছিলেন। আর এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করলেও স্কুল খোলার দিন পরিবর্তন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের কাছে স্কুল খোলার দিন নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যেহেতু রাজ্যে প্রবল তাপপ্রবাহ চলছে এবং এটা চলবে, সেই কারণে আমরা বিদ্যালয় খোলার দিন একটু পরিবর্তন করেছি। আগামী 14 জুন পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ থাকবে। তারপর সেগুলো খুলবে।”

বিশেষজ্ঞদের মতে, এবার রাজ্যে আগেভাগেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। তবে সেই ছুটির গ্রহণযোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। অনেকেই বলতে শুরু করেছিলেন, সরকার কি শিক্ষাব্যবস্থাকে তুলে দিতে চাইছে! তবে এই পরিস্থিতিতে পাঁচ তারিখ থেকে সেই স্কুলগুলো খুলে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে সেই তারিখ পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!