এখন পড়ছেন
হোম > রাজ্য > নয়া মোড় রোজভ্যালি কাণ্ডে – সুদীপ্তর ডাইরি ঘেটে বেরোচ্ছে একাধিক প্রভাবশালীর নাম

নয়া মোড় রোজভ্যালি কাণ্ডে – সুদীপ্তর ডাইরি ঘেটে বেরোচ্ছে একাধিক প্রভাবশালীর নাম


সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে গ্রেপ্তার হন কলকাতার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। এদিকে ধৃত ব্যবসায়ীকে গ্রেফতার করার পরই ইডির পক্ষ থেকে দাবি করা হয়ে যে, রোজভ্যালি কাণ্ডে তদন্তকে এগিয়ে নিয়ে যেতেই এই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এমনকি তদন্তকারী সংস্থার কর্তারা আরও মনে করেছিলেন যে, এই ধৃতকে জেরা করে অনেক তথ্যই মিলবে। অবশেষে ইডি কর্তাদের সেই কল্পনাই সত্যি হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ধৃত এই সুদীপ্ত রায়চৌধুরীর বাড়িতে তল্লাশি চালানোর সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের পাশাপাশি দুটি ডায়েরি বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকেরা। আর এই ডায়েরিই এখন মূল সম্পদ বলে মনে করছেন তদন্তকারীরা।

ইডি সূত্রের খবর, এই ডায়েরি ঘেঁটে দেখা গেছে যে, এক পুলিশ অফিসারের আত্মীয়র নামে বেশ মোটা অংকের টাকা দিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এই ধৃত সুদীপ্ত রায় চৌধুরী একটি ফ্ল্যাট কিনেছিলেন। পরে অবশ্য সম্পর্ক খারাপের দরুন ওই ফ্ল্যাটটি সেই অফিসারের আত্মীয় ফেরত দিয়ে দেয় সুদীপ্তবাবুকে। কিন্তু কেন হঠাৎ ধৃত ব্যবসায়ী সেই পুলিশ অফিসারের আত্মীয়কে ফ্ল্যাট কিনে দিতে গেলেন এখন তারই রহস্য উন্মোচনে ইডি কর্তারা।

একাংশের ধারণা, বিভিন্ন সময়ে একাধিক অফিসারের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়েছেন এই সুদীপ্ত রায় চৌধুরী। এ ক্ষেত্রেও তেমনই কিছুর আশঙ্কা করা হচ্ছে। তবে শুধু পুলিশ অফিসারই নয়, ধৃত সুদীপ্ত রায়চৌধুরীর ডায়েরিতে গ্ল্যামার জগতের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরও নাম রয়েছে। জানা গেছে, চিটফান্ড কর্তা গৌতম কুন্ডু সহ অন্যান্য বহু বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিকদের সাথে টলিউডের বিখ্যাত নায়িকাদের যোগাযোগ করিয়ে দেওয়ার কাজ করতেন এই সুদীপ্ত রায়চৌধুরী।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই ডায়েরিতে এখন যে যে প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে তাদের নিয়ে রোজভ্যালি কাণ্ডের তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেওয়া এই ধৃত সুদীপ্ত রায়চৌধুরী জেরায় স্বীকার করে নিয়েছে যে তার সমস্ত কিছুই ভুয়ো। সব মিলিয়ে এবার ধৃত ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর ডাইরিকে পাথেয় করে রোজভ্যালি কাণ্ডের তদন্তেকে এগিয়ে নিয়ে যেতে চায় ইডি কর্তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!