এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল রায় মতুয়া-গড়ে থাবা বসাতেই কি মুখ্যমন্ত্রীর বিশেষ ঘোষণা মতুয়াদের জন্য? বাড়ছে জল্পনা

মুকুল রায় মতুয়া-গড়ে থাবা বসাতেই কি মুখ্যমন্ত্রীর বিশেষ ঘোষণা মতুয়াদের জন্য? বাড়ছে জল্পনা


বাংলায় একটা বড় ভোট হয়েছে মতুয়া সম্প্রদায়ের। আগামী লোকসভা নির্বাচনের আগে কে সেই মতুয়া-দরদী হিসেবে নিজেদেরকে তুলে ধরতে সচেষ্ট হবে তাই নিয়ে বেশ কদিন ধরেই রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজিপির মধ্যে তীব্র দ্বৈরথ চলছিল।

মতুয়া ভোট তাদের সঙ্গেই রয়েছে বলে কদিন আগেই বঙ্গ বিজেপির মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা প্রায় আড়াই লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষকে গেরুয়া শিবিরে যোগদান করিয়েছেন। কিন্তু এই দলবদলকে খুব একটা পাত্তা দিতে নারাজ ঘাসফুল শিবির।

আর তাইতো লোকসভা নির্বাচনের আগে সেই মতুয়া সম্প্রদায়ের মন পেতে সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে নমঃশূদ্র ও মতুয়াদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথা ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আর সরকারের তরফে এহেন ঘোষণায় এদিন প্রবল খুশি ছড়িয়ে পড়ে নমঃশূদ্র ও মতুয়াদের মধ্যে। দীর্ঘ সাত বছরের আন্দোলনকে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস এইভাবে স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের কার্যকরী সভাপতি মুকুল বৈরাগ্য। তবে সরকারের এহেন উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি।

গত রবিবারই শিলিগুড়ি থেকে এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কী উদ্দেশ্যে এই বোর্ড গঠন করছে সরকার, তা কারোর কাছেই পরিষ্কার নয়।” দিলীপ ঘোষের এহেন বক্তব্যে এ দিন প্রবল ক্ষোভ প্রকাশ করেন সেই নমঃশূদ্র বিকাশ পরিষদের কার্যকরী সভাপতি মুকুল বৈরাগ্য। তিনি বলেন, “অসমে আমাদের শরণার্থীর তকমা লাগিয়ে ভারত ছাড়ার পরিকল্পনা করছে দিলীপবাবুদের দলই। তাই তাদের মুখে বড় বড় কথা মানায় না।”

অন্যদিকে নমশূদ্রের পাশাপাশি সরকারের এহেন ঘোষণায় খুশিতে ফেটে পড়ে গোটা মতুয়া সমাজ। এদিন পৃথক পর্ষদ গঠনের খবর পেয়েই উত্তর 24 পরগনার ঠাকুরনগরে দীপাবলি উৎসবের ঠিক আগেই রীতিমত বাজি ফাটিয়ে উৎসবে মেতে উঠলেন মতুয়ার সদস্যরা। এদিন এ প্রসঙ্গে মতুয়া মহাসংঘাধিপতি মমতাবালা ঠাকুর বলেন, “বিগত কোনো সরকার মতুয়াদের জন্য এমন ভাবনা চিন্তা করেনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সূত্রের খবর, আগামী 16 ই নভেম্বর ঠাকুরনগরে শ্রদ্ধেয় বড়মা বীণাপাণি দেবীর সঙ্গে দেখা করতে আসবেন মুখ্যমন্ত্রী। এর আগে গত 17 ই অক্টোবর সেই বড়মার শতবর্ষ উদযাপন উপলক্ষে সেখানে কেক, 100 টি মোমবাতি ও 100 টি গোলাপের মালা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সরকারের এহেন ঘোষণায় উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “মতুয়াদের উন্নয়নের জন্যও মুখ্যমন্ত্রী যে ভাবেন তা ফের পরিষ্কার হলো।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি এদিন এই পর্ষদ গঠনে সমালোচনা করার জন্য বাম কংগ্রেস ও বিজেপি কেউ একযোগে কটাক্ষ করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এদিন নমঃশূদ্র ও মতুয়াদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠন করে কার্যত লোকসভা ভোটের আগে মাষ্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি কদিন আগেই বিপুল মতুয়া সদস্যদের বঙ্গ বিজেপির মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীরা নিজেদের দখলে নিয়ে আসলে এদিন এই উন্নয়ন পর্ষদ গঠন করে সেই বিজেপির দখলে যাওয়া মতুয়া ভোটকেও নিজের বাগে আনার চেষ্টা করলেও রাজ্যের শাসক দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!