এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ধাক্কা গেরুয়া শিবিরে, মোদী-শাহর দিওয়ালি ‘তেঁতো’ হয়ে গেল এক লহমায়

বড় ধাক্কা গেরুয়া শিবিরে, মোদী-শাহর দিওয়ালি ‘তেঁতো’ হয়ে গেল এক লহমায়

এগিয়ে আসছে লোকসভা নির্বাচন – আর চাপ বাড়ছে গেরুয়া শিবিরে। একের পর এক উপনির্বাচনে সম্মিলিত বিরোধী জোটের কাছে ধরাশায়ী হতে হচ্ছে নরেন্দ্র মোদী অশ্বমেধের ঘোড়াকে। আর দিওয়ালির প্রাক্কালে সেই ধারা বজায় রেখে আবারো ভরাডুবি হল গেরুয়া শিবিরের – এবারে কর্ণাটকের উপনির্বাচনে। যে কর্নাটকে মাত্র কয়েকমাস আগের বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েও মাত্র কয়েকটি আসনের জন্য সরকার গড়তে পারে নি বিজেপি – এবার সেখানেই ৫ টি আসনের উপনির্বাচনে ৪ টি আসনেই ভরাডুবি হল পদ্মবাহিনীর।

গত ৩ রা নভেম্বর কর্ণাটকের ৩ টি লোকসভা শিমোগা, বেলারি ও মান্ডিয়া এবং দুটি বিধানসভা রামনগর ও জামখণ্ডিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শিমোগা থেকে জেতেন বিজেপির বিএস ইয়েদুরাপ্পা ও বেলারি থেকে জেতেন বিজেপির বি শ্রীরামালু – দুজনেই বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য সাংসদ পদ থেকে ইস্তফা দেন। অন্যদিকে মান্ডিয়া থেকে জিতেছিলেন জেডিএসের সিএস পুট্টারাজু – কিন্তু তাঁকে রাজ্যে কুমারস্বামী মন্ত্রীসভায় স্থান দেওয়ায় তিনিও সাংসদ পদ থেকে ইস্তফা দেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে, জামখণ্ডি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক এসবি ন্যামগৌড় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারানোয় সেখানে উপনির্বাচন হতে চলেছে। এছাড়া গত বিধানসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জয়ী হন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। কিন্তু তিনি চান্নাপাত্না আসনটি নিজের রেখে দিয়ে রামনগর আসন থেকে পদত্যাগ করেন – ফলে সেখানেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আর আজ সেই পাঁচ আসনের ফলাফল সামনে এলে দেখা যায় – ঘরের মাটিতে কোনওক্রমে মুখরক্ষা প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই রাঘবেন্দ্রর, তিনি যেতেন ৫২,১৪৮ ভোটে। বাকি চারটি আসনেই ধরাশায়ী হয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা।

বিজেপি নেতা বি শ্রীরামুলুর বোন ভি শান্তাকে ২,৪৩,১৬১ ভোটে হারিয়ে ২০০৪ সাল থেকে বিজেপির দুর্গ বলে পরিচিত, বিজেপি-ঘনিষ্ঠ রেড্ডি ভাইয়ের দাপট থাকা বেলারি লোকসভা কেন্দ্রে জিতলেন কংগ্রেসর ভি এস উরাগাপ্পা। মান্ডিয়া লোকসভা কেন্দ্রে জেডিএস প্রার্থী এল আর শিবরামেগৌড়া জিতলেন ৩,২৪,৯৪৩ ভোটে। অন্যদিকে, জামখান্ডি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের আনন্দসিদ্ধু ন্যামাগৌড়া বিজেপির শ্রীকান্ত কুলকার্নিকে ৩৯,৪৮০ ভোটে হারিয়েছেন। রামনগর বিধানসভা কেন্দ্রে ১,০৯,১৩৭ ভোটে জিতলেন জেডিএস-এর অনিতা কুমারস্বামী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!