এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS- নবান্নের ঘুম উড়িয়ে এবার রাজ্য পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকরা

BREAKING NEWS- নবান্নের ঘুম উড়িয়ে এবার রাজ্য পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকরা


করোনার জেরে গোটা বিশ্ব কাঁপছে! বাংলাতেও এই অতিমারী ক্রমশ হাড় হিম করার জায়গায় পৌঁছে যাচ্ছে। গোটা বিশ্বের থেকে কিছুটা পরেই ভারতে শুরু হয়েছিল এই সংক্ৰমণ। আর তাই বিশ্বের কাছে শিক্ষা নিয়ে ভারতে তো বটেই, বাংলাতেও এই সময় রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছিলেন সবাই। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে সাড়া দেয় সবকটি বিরোধী দলই। তার থেকেও বড় কথা সকলেই রাজনীতি ভুলে একযোগে চলার জন্য অঙ্গীকারবদ্ধ হন।

কিন্তু, দিন গড়াতেই ফাটল ক্রমশ চওড়া হতে থাকে শাসক-বিরোধী শিবিরে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তথ্য গোপন করার বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করে বিরোধী সব দলগুলোই। এমনকি, মমতা সরকারকে চাপে ফেলে কেন্দ্র থেকে বাংলায় বিশেষ দল পাঠানো হয় – লকডাউন পরিস্থিতি কিভাবে সামলানো হচ্ছে তা পর্যবেক্ষন করতে। আর এর ফলেই রাজনৈতিক বিবাদ চরমে ওঠে তৃণমূল ও বিজেপির মধ্যে।

তৃণমূল সরকারের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ ওঠে – বাংলাতে করোনায় আক্রান্ত ও মৃতের প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে। যদিও তা মানতে রাজি ছিল না রাজ্য সরকার। আর তাই এইভাবে কেন্দ্রীয় দলকে রাজ্যে পাঠিয়ে কার্যত বাংলাকে অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিজন্য বাংলায় এসেছেন তা স্পষ্ট না করলে বাংলায় ঘুরতে দেওয়া হবে না ওই দলকে বলে জানিয়ে দেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এরপরেই নবান্নে ফোন আসে স্বারষ্ট্রমন্ত্রকের তরফে। কেন কোন পরিস্থিতিতে ও কোন আইনে এই দল এসেছে বাংলায় তা স্পষ্ট করা হয়। আর তারপরেই রাজ্য সুর নরম করে এই দলকে রাজ্যে ঘুরতে দেয়। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল গত কয়েকদিন ধরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছেন। বেশ কিছু জায়গা নিয়ে অসন্তোষও প্রকাশ করতে দেখা গেছে এই কেন্দ্রীয় দলকে।

সূত্রের খবর, বাংলার বিভিন্ন প্রান্ত ঘুরে ওই কেন্দ্রীয় দল তাঁদের রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন কেন্দ্র সরকারের কাছে। আর তারপরেই নজিরবিহীনভাবে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকরা পা রাখতে চলেছেন বাংলায়। প্রসঙ্গত, তৃতীয় দফার লকডাউন ঘোষণার সময় দেশের বিভিন্ন জেলাকে রেড, অরেঞ্জ ও গ্রীনজোনে ভাগ করা হয়।

যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে। রাজ্য জানায় বাংলার মাত্র ৪ টি জেলা রেড জোনে আছে। অথচ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায় যে রাজ্যের অন্তত ১০ টি জেলা রেডজোনে আছে। এদিকে, এর পাশাপাশিই বিজেপি নেতারা অভিযোগ করতে থাকেন, তথ্য গোপন করতে রাতের অন্ধকারে মৃতদেহ করে ফেলা হচ্ছে। আর সেইসবের পরিপ্রেক্ষিতেই এবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকরা বলে জানা গেছে। এরফলে, রাজ্য-কেন্দ্র সংঘাত ঠিক কোন দিকে মোড় নেয়, সেদিকেই আপাতত তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!