এখন পড়ছেন
হোম > জাতীয় > সাংসদ-বিধায়কদের জন্য আমলাদের বিশেষ সম্মানের ব্যবস্থা করতে বলে বিতর্ক বাড়াল বিজেপি

সাংসদ-বিধায়কদের জন্য আমলাদের বিশেষ সম্মানের ব্যবস্থা করতে বলে বিতর্ক বাড়াল বিজেপি

বিখ্যাত সিনেমা “হীরক রাজার দেশে” তে রাজার প্রতি রাজকর্মচারীদের আনুগত্য প্রকাশ করতে রাজার সাথে একই সুরে কথা বলতে হত তাঁদের। সম্প্রতি দেশের হরিয়ানা রাজ্যে আমলাদের উদ্দশ্যে বিজেপির এমনই একটি ফতোয়াকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, দিল্লীর আমলাকান্ডের ঘটনা এখনও তরতাজা। দিল্লীতে সরকারের বিরুদ্ধাচরন ও মুখ্যমন্ত্রীকে অপমানের বিরুদ্ধে ও আইএএস অফিসারদের ধর্মঘটে যাওয়ার বিরোধীতায় তিন মন্ত্রীকে নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনের সামনে অবস্থানে বসেছেন রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই রেশ কাটতে কাটতেই হরিয়ানার মুখ্যসচিব দীপেন্দ্র সিং ধেসির দফতর থেকে এক নির্দেশে বলা হয়েছে, এখন থেকে বিধায়ক বা সাংসদদের সামনাসামনি হলে আমলাদের উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। সূত্রের খবর, এই নির্দেশিকার জেরে গোটা হরিয়ানায় প্রবল সমালোচিত হতে হচ্ছে বিজেপি সরকারকে। কিন্তু হঠাৎ কেন এইরুপ নির্দেশিকা!

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, এর আগে বহুবার সংসদীয় কমিটির কাছে হরিয়ানার আমলাদের আচরনের ওপর বিস্তর অভিযোগ জমা পড়েছিল। তাই এইরুপ অভিযোগের দিক যাচাই করে গত 7 ই ফেব্রুয়ারী এই নির্দেশ জারি হলেও পরবর্তী ধাপে বিভিন্ন দফতরগুলিতে এটি কার্যকর করার কথা বলা হয়। এখন এই নির্দেশের জেরে হরিয়ানায় বিজেপি সরকারের প্রতি সাধারন মানুষ তথা প্রশাসনিক মহল ঠিক কি মনোভাব ব্যাক্ত করে, এখন সেদিকেই তাকিয়ে সবাই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!