এখন পড়ছেন
হোম > রাজ্য > বিশ্বসেরা কন্যাশ্রীরাই সরাসরি ভোটের ময়দানে এই পঞ্চায়েতে শাসকের অন্যতম ভরসা

বিশ্বসেরা কন্যাশ্রীরাই সরাসরি ভোটের ময়দানে এই পঞ্চায়েতে শাসকের অন্যতম ভরসা

তিন কন্যাশ্রীকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী করে নতুন নজির গড়ল রাজ্য সরকার। ক্ষমতায় আসার পর এটাই তৃণমূল সরকারের দ্বিতীয় পঞ্চায়েত নির্বাচন।  তাতেই নতুন চমক দিতে কন্যাশ্রী প্রার্থীদের নিয়ে জোর কদমে প্রচার শুরু করেছেন তাঁরা। প্রার্থীরা হলেন রানিরহাট গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর বুথে প্রার্থী সীমা মন্ডল, ৩ নম্বর বুথে প্রার্থী সান্তনা অধিকারী এবং ১০ নম্বর বুথে প্রার্থী মৌমিতা রায়। কলেজ ছাত্রী ৩ জনেরই বয়স ২১ থেকে ২২ এর মধ্যে। সম্প্রতি কন্যাশ্রী প্রকল্প দারুণ সাড়া জাগিয়েছে দেশ তথা বিশ্বের দরবারে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই কন্যাশ্রীরাই জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী চালু করে যেভাবে রাজ্যের পিছিয়ে পড়া মেয়েদের কয়েক ধাপ এগিয়ে দিয়েছেন তাতেই তাঁরা উৎসাহিত হয়ে মানুষের পাশে দাঁড়াতেই এবার ভোটে প্রার্থী হয়েছেন। পঞ্চায়েত ভোটে জিতে তাঁরা গ্রামের ছাত্রীদের সঙ্গেই সব এলাকাবাসীরও সেবায় নিযুক্ত হতে চান। এলাকাবাসীর মনেও খুশির জোয়ার কন্যাশ্রীদের প্রার্থী হিসাবে পেয়ে।তাঁরা এলাকায় ভালো কিছু করবে এমন ধারনায় তাঁরা আশাবাদী এখন থেকেই। অন্যদিকে এলাকার তৃণমূল কংগ্রেস নেতারাও এ ব্যাপারে যথেষ্ট আশা রাখছেন।স্থানীয় তৃণমূলের নেতা বাপ্পা মন্ডল এর বক্তব্য হল যেভাবে সমাজের পিছিয়ে পড়া মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় এর কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছেন তাতে উৎসাহিত হয়েই এই কন্যাশ্রী মেয়েরা প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে। তিনি বিশ্বাস রাখেন যে এই কন্যাশ্রীরাই ভোটে জিতে সাধারণ মানুষের হিতে কিছু চমক দেখাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!