এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদির পরে মমতার কাছে ফোন এলো অমিত শাহের

মোদির পরে মমতার কাছে ফোন এলো অমিত শাহের

 

ঘূর্ণিঝড় বুলবুল এবার যেন মিলিয়ে দিল রাজ্য এবং কেন্দ্রকে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় নিয়ে শুক্রবার থেকেই চিন্তিত ছিল রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলা প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি ত্রাণ মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কোনো মানুষ যাতে বিপদে না পরেন, তার জন্য নজর রেখেছিলেন সকলেই। শনিবার রাতভর নবান্নের কন্ট্রোলরুম থেকে গোটা রাজ্যের বিভিন্ন অঞ্চল তদারকি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে দেশের অন্যতম রাজ্য পশ্চিমবাংলায় এই দুর্যোগ যে তাদেরও ভাবায় এবং তারাও যে পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তিত তা প্রমান করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব রয়েছে। কিন্তু মানুষের সুবিধার্থে রাজ্যকে সাহায্য করতে কেন্দ্র যে কোনো দ্বিধাবোধ করবে না, তা এদিনের একটি পদক্ষেপেই প্রমাণিত হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন বলে টুইটারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর এবার প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, এদিন নিজের টুইটে অমিত শাহ গোটা ব্যাপারটি তুলে ধরেন। যেখানে তিনি লেখেন, “কেন্দ্র খুব কাছ থেকে বুলবুল নিয়ে নজরদারি চালাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। সবার সুস্থতা কামনা করা হয়েছে।” বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক তরজা যে পর্যায়ে যাক না কেন, রাজ্যের ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাতে এ এক অন্য মাত্রা নিল বলেই মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!