এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে হিন্দুত্বের আবেগেই রাজ্যে ভাল ফল করতে মরিয়া বিজেপি

পঞ্চায়েতে হিন্দুত্বের আবেগেই রাজ্যে ভাল ফল করতে মরিয়া বিজেপি


রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ধর্মের দোহাই দিয়ে সাফল্য পেতে বদ্ধ পরিকর গেরুয়া শিবির। নির্বাচনী প্রচার কার্যে সেই কারণে রাজ্যে হিন্দুত্বের প্রতিভূ স্বামী অসীমানন্দকে নিয়ে আসার পরিকল্পনা করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ বাবু তাঁর এই পরিকল্পনার কথা নিজে ঘোষণা করলেন। হুগলীর এক দলীয় সভায় এদিন দিলীপ বাবু বললেন , ” আমি দীর্ঘসময় ধরে স্বামী অসীমানন্দকে চিনি। ওঁর সঙ্গে কথা বলব। বাংলায় আনার চেষ্টার করব ওনাকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বাংলার আদিবাসীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন উনি। নানাদিক থেকে আমাদের সাহায্য করতে পারেন। আমি ওনাকে বাংলার পরিস্থিতির কথা বলেছি। ওনাকে এখানে দরকার। বাংলায় এসে কাজ করতে রাজি হয়েছেন। পঞ্চায়েত ভোটের প্রচারে ভাষণ দেবেন উনি।” উল্লেখ্য ২০০৭ সালে ১৮ মে হায়দরাবাদের মক্কা মসজিদে এক প্রাণঘাতী বিস্ফোরন হয়। ৯জনের মৃত্যু হয় এবং কম করে ৫৮ জন মানুষ গুরুতর আহত হয়েছিলেন। ঐ বিস্ফোরণঅকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। মামলা দায়ের করা হয়  আদালতে। ২০১০ সালে স্বামী অসীমানন্দকে সিবিআই গ্রেফতার করে। পরে মামলাটি এনআইএ’র কাছে যায়। ঐ মামলার প্রধান অভিযুক্ত প্রাক্তন আরএসএস কর্মী স্বামী অসীমানন্দ-সহ ৪ অভিযুক্তকে দিন কয়েক আগেই মুক্তি দিয়েছে বিশেষ এনআইএ আদালত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!