এখন পড়ছেন
হোম > জাতীয় > বাবুল সুপ্রিয়র বাড়িতে মহা চর্চিত বৈঠক নাকি হয়ই নি! বিজেপির নতুন দাবি ঘিরে শোরগোল!

বাবুল সুপ্রিয়র বাড়িতে মহা চর্চিত বৈঠক নাকি হয়ই নি! বিজেপির নতুন দাবি ঘিরে শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলায় ব্যাপক সাফল্য পাওয়ার পর তারা টার্গেট করে ফেলেছে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলকে 2021 এর বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা এখন বিজেপির কাছে প্রধান লক্ষ্য। তার জন্য তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করা থেকে শুরু করে সংগঠনকে চাঙ্গা করা সমস্ত কিছু তৈরি করছে গেরুয়া শিবির। সম্প্রতি দিল্লিতে বিজেপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠককে কেন্দ্র করে রীতিমত তোলপাড় হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহল বলে খবর পাওয়া যাচ্ছে প্রথমদিন বৈঠকে উপস্থিত থেকেও তার পরেরদিন চোখের অপারেশনের নাম করে কলকাতায় ফিরে এসেছেন মুকুল রায়।

পরবর্তীতে সেই বৈঠকে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপির একাধিক সাংসদদের অভিযোগ নিঃসন্দেহে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে তুলেছিল। আর তারপর আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাড়িতে বিজেপির একাধিক সাংসদের মধ্যাহ্নভোজন নয়া সমীকরণ তৈরি করেছিল বিজেপিতে। অনেকেই ভেবেছিলেন, দিলীপ ঘোষ এবং তার গোষ্ঠীর বিরুদ্ধে একাট্টা হতেই বিজেপির বেশকিছু সাংসদ বাবুল সুপ্রিয়র বাড়িতে মধ্যাহ্নভোজনের গিয়েছেন। তবে এটা শুধু মধ্যাহ্নভোজ নয়, এটা বিজেপির একপক্ষ কিভাবে অপরপক্ষকে চাপে রাখবে, তারই একটা কৌশল মাত্র।

স্বাভাবিকভাবেই বাবুল সুপ্রিয়র মত হেভিওয়েট বিজেপি নেতার বাড়িতে বেশকিছু বিজেপি সাংসদের মধ্যাহ্নভোজের উপস্থিতি যখন জল্পনার পারদকে বৃদ্ধি করতে শুরু করেছে, ঠিক তখনই সেই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করলেন সেই মধ্যাহ্নভোজে উপস্থিত বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন তিনি বলেন, “বৈঠকে সকলেই তাদের মতামত বিশ্লেষণ করবে। তবে শেষ কথা বলবে জনতা। দিল্লির বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে যে ছবি দেখানো হয়েছে, সেটা ফটোশপে এডিট করে দেখানো হয়েছে। আর বাবুল সুপ্রিয়র বাড়িতে মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান হয়। বিজেপি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। কোনো পদের উপর নির্ভর করে না। গণতন্ত্র রয়েছে, তাই আলোচনা চর্চা দলের ভেতরে চলে। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাড়িতে মধ্যাহ্নভোজনের সময় কোনো বৈঠক হয়নি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর জগন্নাথ সরকারের এই মন্তব্য নিয়ে এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে। অনেকে বলছেন, বিজেপি একটি সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল। তাই দলের অভ্যন্তরে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, তা যে প্রকাশ্যে বললে দলের বিরুদ্ধাচরণ করা হবে, তা জানেন প্রত্যেকেই। আর তাই বাবুল সুপ্রিয়র বাড়িতে মধ্যাহ্নভোজে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে নানা মহলে গুঞ্জন ছড়ালেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করলেন এই বিজেপি সাংসদ। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করলেন যে, এরকম কোনো বৈঠক হয়নি এবং বিজেপির অন্দরে এই নিয়ে কোনো সমস্যা নেই।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে ততই বিজেপিতে দিলীপ ঘোষের বিরোধী গোষ্ঠির প্রভাব বাড়তে শুরু করেছে‌। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বৈঠকে এই ব্যাপারে কিছুটা হলেও বিদ্রোহ ঘোষণা করেছেন রাজ্যের অনেক বিজেপি নেতা। আর তারপরেই বাবুল সুপ্রিয়র বাড়িতে মধ্যাহ্নভোজের বৈঠক নিয়ে জল্পনা ছড়ায়‌। তবে এই সমস্ত কিছু যদি বিধানসভা নির্বাচনের আগে এইভাবে ঘটতে থাকে, তাহলে বিজেপি অন্দরে শৃঙ্খলা যেমন নষ্ট হবে, ঠিক তেমনই 2021 এ বিজেপি ভালো ফল করতে পারবে না। তাই ভেতরে যাই হোক না কেন, এদিন প্রকাশ্যে এই গোটা ঘটনা ফটোশপে এডিট করা এবং এরকম কোনো বৈঠক হয়নি বলে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!