এখন পড়ছেন
হোম > রাজ্য > অধীরের ঘর ভাঙতে নজর মুর্শিদাবাদে জোরদার সভায় হাজির শুভেন্দু

অধীরের ঘর ভাঙতে নজর মুর্শিদাবাদে জোরদার সভায় হাজির শুভেন্দু

শনিবার ছিলো মুর্শিদাবাদের বেলডাঙায় গোবিন্দ সুন্দরী বিদ্যালয় সংলগ্ন ময়দানে তৃণমূল দলের পঞ্চায়েতি রাজ সম্মেলন । সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী , রাজ্যের পুরমন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ,মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক সুব্রত সাহা, জেলা তৃণমূলের সহ-সভাপতি অশোক দাস, যুব তৃণমূলের নেতা তথা ডোমকলের পুরপ্রধান সৌমিক হোসেন সহ আরো ও অনেকে। শুভেন্দু বাবু মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষক । তাই স্বাভাবিক ভাবেই তাঁর মুখে শোনা যায় মুর্শিদাবাদে তৃণমূলের এক নম্বর প্রতিদ্বন্দ্বী অধীর চৌধুরীর নাম । শুভেন্দু বাবু দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন , “বহরমপুর লোকসভা আসনে অধীরের হার সময়ের অপেক্ষা।” তৃণমূলের ধারাবাহিক জয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু বাবু আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী । এদিন ফিরহাদ হাকিম তাঁর ভাষণে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, “আগে মুর্শিদাবাদে বন্দুকের আওয়াজ শোনা যেত। এখন সেখানে উন্নয়ন হচ্ছে। মানু্ষ যে উন্নয়নের সঙ্গে আছে, তা প্রমাণ হয়ে গিয়েছে।” শুভেন্দু বাবুর সুরে গলা মিলিয়ে এদিন ফিরহাদ সাহেব বললেন , “২০১৩ সালের মতো ২০১৮-তেও মানুষ মমতা বন্দ্যোপাধায়কেই আর্শীবাদ করবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!