এখন পড়ছেন
হোম > জাতীয় > ফতোয়া জারি করে সংবাদ শিরোনামে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

ফতোয়া জারি করে সংবাদ শিরোনামে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান ও আতিফ আসলাম এর গান ভারতে নিষিদ্ধ করা হোক , এমন প্রস্তাব এনে কার্যতই সংবাদ শিরোনামে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সম্প্রতি চাক্রি টোলেটি পরিচালিত আসন্ন ছবি ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবিতে ‘ইস্তহার’ নামে একটি গান গেয়েছেন রাহাত ফতে আলি খান। কেন্দ্রীয় মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল চান , রাহাত সাহেবের ঐ গান বাদ দিয়ে ঐ জায়গায় ভারতীয় কোনো শিল্পী কে দিয়ে গানটি গাওয়ানো হোক। তাই ছবির নির্মাতার কাছে , বাবুল এই আর্জি করেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ভারত – পাক সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতেই ভারতের মাটিতে পাকিস্তানী শিল্পীদের বয়কটের দাবি বিজেপি নেতার।
অন্য পাকিস্তানী শিল্পী আতিফ আসলাম সম্পর্কেও বাবুল একই কথা বলেছেন। তিনি বলেছেন, ‘‘আমি জানি না ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে কেন ‘দিল দিয়া গল্লা’ গানটি আতিফ আসলামকে দিয়ে গাওয়ানো হল। অরিজিৎ সিংহ গানটি আরও ভাল করে গাইতে পারতেন।’’ কেন্দ্রীয় মন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলেন যে এই দুই সঙ্গীত শিল্পীর সাথে তাঁর ব্যক্তিগত বৈরীতা নেই । বাবুলের কথায়, ‘‘আতিফ ও রাহাত দু’জনেই খুব ভাল শিল্পী। এটা বুঝতে হবে যে, আমাদের সমস্যা আতিফ বা রাহাতকে নিয়ে নয়। সমস্যা ওঁদের পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে। এর মধ্যে কোনও রাজনৈতিক দিক নেই। কিন্তু যে পরিবার ছেলে বা ভাইদের হারিয়েছে, তাদের পাশে দাঁড়াতেই এই আপত্তি।’’ প্রসঙ্গত ২০১৬-তেও উরির সেনাঘাঁটিতে পাক জঙ্গিরা হামলা চালানোর পরবর্তীতে পাক অভিনেতা ও সঙ্গীতশিল্পীদের ভারতে আসা এবং কর্ম সম্পাদনার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয় ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!