এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালের সীমা বেঁধে দিলেন তৃণমূল সাংসদ! তুলকালাম রাজ্য জুড়ে!

রাজ্যপালের সীমা বেঁধে দিলেন তৃণমূল সাংসদ! তুলকালাম রাজ্য জুড়ে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি একটি টুইট করেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। যেখানে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি। আর তারপরেই এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সব সময় টুইট করে নিজেকে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন রাজ্যপাল। আর এবার শিক্ষাব্যবস্থা নিয়ে তার ট্যুইট প্রসঙ্গে তাকে কটাক্ষ করে তার কি করা উচিত, সেই বিষয়টি স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যেখানে তার এইভাবে ট্যুইট করা মোটেই উচিত নয় বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ রাজ্যপালের একটি ট্যুইটের পরেই এই ব্যাপারে প্রতিক্রিয়া দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যেখানে তিনি বলেন, “আমাদের বারবার রাজ্যপালের বিরুদ্ধে বলতে ভালো লাগে না। কিন্তু উনি এই ভাবে টুইট করেন কেন? ট্যুইট করাটা ওনার কাজ নয়। নেতারা টুইট করেন। কিন্তু উনি তো কোনো নেতা নন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ভালোভাবে চলছে।” রাজ্যপালের এই টুইট দুর্ভাগ্যজনক।” একাংশের প্রশ্ন, রাজ্যপাল কি করবেন, আর কি করবেন না, সেটা কি রাজ্যের শাসক দল ঠিক করে দেবে? সৌগত রায়ের এই ধরনের মন্তব্য করা কি সত্যিই উচিত?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপাল রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করেছেন। কিন্তু সেখানে নেতাদের কাজ টুইট করা, রাজ্যপালের নয়। এই রকম মন্তব্য করে কি বোঝাতে চাইলেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ? তাহলে কি তাদের কথামত চলতে হবে রাজভবনকে, এখন তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন
সমালোচক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!