এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির সভায় হামলা অভিযোগে তীর তৃণমূলের দিকে

বিজেপির সভায় হামলা অভিযোগে তীর তৃণমূলের দিকে

গতকাল সন্ধেয় কালনার কল্যাণপুর আদিবাসী পাড়ায় চলছিলো বিজেপির একটি আলোচনা সভা। ঐ সভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কল্যাণপুরে বিজেপির এক মহিলাকর্মীর অভিযোগ, “কাল সন্ধেয় বিজেপি-র ঘরোয়া আলোচনা চলছিল। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি, বাঁশ ও অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমার শ্লীলতাহানি করে। গলা থেকে একটি রুপোর হার ছিঁড়ে নেয়। শুধু তাই নয়, ওই সভায় আগুন লাগিয়ে দেওয়ার জন্য কেরোসিনও ছড়ায় তারা। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়।” আজ সকালে কালনা থানায় বিজেপি-র তরফে তৃণমূলের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির এই অভিযোগ মিথ্যা বলে দাবি করে কালনা ২ ব্লকের তৃণমূল নেতা তথা উপপ্রধান জামাল শেখ বলেন, “বিজেপি-র অভিযোগ মিথ্যা। ওরাই জোর করে আমাদের কর্মীদের বিজেপি করার জন্য চাপ দেয়। আমাদের মহিলা কর্মীদের শ্লীলতাহানি করে। আমাদেরও এক কর্মী থানায় পালটা অভিযোগ দায়ের করেছেন।” এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!