এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > শীতের কামড় বাড়ার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা, উদ্বেগ বাড়ছে

শীতের কামড় বাড়ার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা, উদ্বেগ বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে শীতের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে ভালো মতনই। সোমবার বেশ খানিকটা পাড়া পতন হয় রাজ্যে। আবহাওয়ার বিশেষ কোনো হেরফের হয়নি মঙ্গলবারেও। সোমবারের মতনই তাপমাত্রা রয়েছে। তবে ঠান্ডা হওয়ার কাঁপন কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে।

রাতের তাপমাত্রা বিশাল কিছু হেরফের হবেনা। তবে তার পরের তিন দিন অর্থাৎ 24, 25, 26 শে তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টা কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আকাশ আপাতত পরিষ্কার থাকবে। তবে কোন কোন জায়গায় কুয়াশা দেখা দিতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 এবং 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। উত্তর পূর্ব ভারত জুড়ে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার মধ্যেই আভাস মিলছে বৃষ্টির। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার ওপর একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। যার কারণে বাইশ এবং তেইশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ। 23 শে ডিসেম্বর থেকে উত্তর-পশ্চিম এবং মধ্যভারতে শৈত্যপ্রবাহ কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী দুদিন দেশের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও বিদর্ভ, সৌরাষ্ট্র, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহের সর্তকতা দেওয়া হয়েছে। উত্তরপূর্ব ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। আপাতত প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বৃষ্টিপাত হলে যে পরিস্থিতি আরো উদ্বেগপূর্ণ হতে চলেছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। এবং বৃষ্টির শেষে শীতের কামড় যে আরও বাড়বে তা অনস্বীকার্য। আপাতত আবহাওয়ার গতিবিধির ওপর নজর রেখে বলা যাবে শীতের প্রভাব কতদূর পড়বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!