এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির ভালো ফল করার উপায় বলে দিলেন তৃণমূলের মন্ত্রী

বিজেপির ভালো ফল করার উপায় বলে দিলেন তৃণমূলের মন্ত্রী

রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বিজেপির কিছুটা হলেও ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে এবার মুখ খুললেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মতে বিজেপি দলের সর্বাঙ্গীন সাফল্যের জন্যে দরকার ঐ দলের বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়কে অবিলম্বে দল থেকে বহিঃস্কার করে দেওয়া।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

খাদ্য মন্ত্রী এদিন সংবাদমাধ্যমকে বললেন ,”দিলীপ ঘোষ, মুকুল রায় ফচকে ছেলে। ওরা ফাজলামি করতে এসেছিল। মানুষ ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। বিজেপিকে এজেলাতে ভালো ফল করতে গেলে দিলীপ-মুকুলকে আগে ওদের দল থেকে বের করতে হবে।” উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপির অল্প আসনে জয়লাভ প্রসঙ্গে তিনি বললেন, ”বিজেপি যে সামান্য ভোট পেয়েছে, তা সিপিএমের ভোট। সিপিএম, কংগ্রেস গর্তে ঢুকে গিয়েছে।” উল্লেখ্য উত্তর ২৪ পরগনার ১৯৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৯০ টি তে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বাকি ৯ টি আসনে পরাজয় এসেছে শাসক দলের। এই কথা উল্লেখ করে জ্যোতিপ্রিয় বাবু বললেন, ”এবার ১৯৯ টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টা হারিয়েছি। আমাদের লক্ষ ওই ৯ টা পুনরুদ্ধার করা। আমরা ২০১৯ এ বুঝে নেব। এবারের ডাবল ভোট পাব লোকসভায়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!