এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > দুর্গাপুর ব্যারেজের বেহাল দশার পিছনে আসল কারণ ‘ফাঁস’ করে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা, শোরগোল!

দুর্গাপুর ব্যারেজের বেহাল দশার পিছনে আসল কারণ ‘ফাঁস’ করে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা, শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হঠাৎ করেই দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে যায়। শূন্য হয়ে পড়েছে দুর্গাপুর জলাধার। শনিবার আচমকা দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেটটি ভেঙে পড়ে। হু হু করে জল বের হতে থাকে। জল সংকট দেখা দিয়েছে ইতিমধ্যেই দুর্গাপুর শিল্প শহরে। তবে সে ক্ষেত্রে দুর্গাপুর পৌরনিগম জলের ব্যবস্থা করবে বলে জানা গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের লকগেট সারানোর ব্যাপারে কোন স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। এদিন বিজেপির রাজ্য সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচি শেষে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে গিয়ে লকগেট মেরামতিতে সেনা তলবের দাবি করলেন।

পাশাপাশি তিনি এই ঘটনার জন্য রাজ্য ও সেচ দপ্তরকে অভিযুক্ত করলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাজু বন্দ্যোপাধ্যায় এদিন সেচ দপ্তরের আধিকারিকদের ওপর তীব্র খোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোন নির্দিষ্ট পরিকল্পনা করে রাজ্য ও সেচ দপ্তর এগোয়নি। লকগেট ভেঙ্গে যাবার পর দুদিন পেরিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ প্রসঙ্গে তিনি দুর্গাপুরের পাশের শহর পানাগড়ের উল্লেখ করেছেন। কারণ সেখানে সেনা রয়েছে। রাজু বন্দ্যোপাধ্যায়ের দাবি, সেনাদের ডাকা উচিত ছিল, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি সে ব্যাপারে।

এরপরই সেচ দপ্তরের আধিকারিকদের প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি রাজ্য সহ-সভাপতি জানান, সেচ দপ্তরের আধিকারিকরা তাঁদের সাথে কোন কথা বলেনি। প্রসঙ্গত এর আগেও একবার লকগেট ভেঙে গিয়েছে দুর্গাপুর ব্যারেজের। তা থেকে রাজ্য সরকার কোনো শিক্ষা নেয়নি বলে দাবি করেন এদিন রাজু। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এদিন রাজু বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক উপহার দিতে গেলে তা তিনি অস্বীকার করেন এবং জানান, তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্যই দুর্গাপুরে এসেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মানুষের দুর্দশায় সকলের একসঙ্গে কাজ করা উচিত বলে তিনি জানান। অন্যদিকে দামোদরের জলের তোড়ে দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙে যাওয়ায় সোমবার থেকে দুর্গাপুর শিল্পশহর এবং সংলগ্ন বাঁকুড়ার একাংশে তীব্র জলসংকট তৈরি হয়েছে। যদিও দুই জেলা প্রশাসনের পক্ষ থেকেই জানানো হয়েছে, প্রয়োজনে ট্যাংকারে করে জল সরবরাহ করা হবে। তবে এখনো পর্যন্ত লকগেট কবে মেরামত করা হবে, তা নিয়ে চিন্তিত শহরবাসী। অন্যদিকে প্রশাসনের তরফ থেকেও সেরকম কোনো সাড়া পাওয়া যাচ্ছেনা বলে জানান দুর্গাপুরবাসী।

তবে দুর্গাপুর ব্যারেজের লকগেট ভাঙা নিয়েও যেভাবে শাসক-বিরোধী দুই শিবিরের রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে এলো, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত দুর্গাপুর ব্যারেজের বেহাল দশার পেছনে রাজ্য সরকারের নাকের ডগায় সেখানে বেআইনি কাজকর্ম হওয়ার দিকে ইঙ্গিত দিয়েছে বিজেপি। আপাতত দুর্গাপুর ব্যারেজের লকগেট ঠিক হওয়া নিয়ে উদ্বিগ্ন যেমন শহরবাসী, ঠিক সেভাবেই উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। আপাতত লক্ষ্য দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র দুর্গাপুর ব্যারেজকে পুনরাবস্থায় ফিরিয়ে আনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!