এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফুৎকারে উড়ে যাবে তৃণমূল? ২২০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি? ‘ফাঁস’ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা

ফুৎকারে উড়ে যাবে তৃণমূল? ২২০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি? ‘ফাঁস’ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন প্রায় রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে। তাই এই মুহূর্তে বাংলার বুকে চলছে গুরুত্বপূর্ণ  2021 এর বিধানসভা নির্বাচনের মসনদ দখলের জোরদার প্রস্তুতি। ইতিমধ্যেই রাজ্যের শাসক ও বিরোধী দল- উভয়েই উঠেপড়ে লেগেছে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য। আর সেক্ষেত্রে দলের সাংগঠনিক জোর বাড়াতে কাজ করছে উভয়ই। আর এবার একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের রমরমা চোখে পড়েছে। 18 টি সিট জিতে যথাক্রমে আত্মবিশ্বাসের চূড়ায় পৌঁছেছে বিজেপি। আর এবার পালা তৃণমূলকে হেলায় হারানোর।

সেই অবস্থায় 2021 এর 220 টি আসনে বিধানসভা নির্বাচনে জয়লাভ করাই মূল লক্ষ্য এই মুহূর্তে গেরুয়া শিবিরের। সূত্রের খবর অনুযায়ী বিজেপির পক্ষ থেকে দুটি সমীক্ষক দলকে রাজ্যের হাওয়া বোঝার দায়িত্ব দেওয়া হয়েছিল। 78000 টি বুথে সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট সামনে এসেছে, তাতে স্পষ্ট তৃণমূল কংগ্রেসের থেকে অনেকাংশেই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। এই সমীক্ষায় প্রতিটি বুথে বিজেপির শক্তি যাচাইয়ের পাশাপাশি প্রার্থীদের জেতার সম্ভাবনাও যাচাই করা হয়েছে। 2019 এর শেষে এবং এ বছরের জুলাইতেও এরকমই একটি সমীক্ষা রিপোর্ট পেশ করা হয়েছে বিজেপির শীর্ষ নেতাদের কাছে  বলে জানা যাচ্ছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আম্ফান পরবর্তীকালে তৃণমূলের দুর্নীতি রাজ্যের পরিস্থিতি বিজেপির অনুকূলে এনে দিয়েছে। এ প্রসঙ্গে বিজেপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের লড়াইয়ের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে পুরোপুরি তৈরি হয়েই তাঁরা ময়দানে নামতে চাইছেন। আর সেক্ষেত্রে সমীক্ষার রিপোর্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বিভিন্ন এজেন্সিকে এই সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্যে বিজেপি দলের দু’একজন ছাড়া এ ব্যাপারে কেউই জানতেন না বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে বিভাজিত ছিলেন। কিন্তু 2019 এর লোকসভা নির্বাচনে ভিন্নমত চোখে পড়ে। চমকপ্রদভাবে 42 টি আসনের মধ্যে 18 টি আসনে জয়লাভ করে বিজেপি। এরাজ্যে 40.5 শতাংশ ভোট বিজেপির দখলে যায়। একইভাবে বিধানসভার নিরিখে 294 টি আসনের মধ্যে 125 টি আসনে এগিয়ে যায় গেরুয়া শিবির। খুব স্বাভাবিকভাবেই এই সমীক্ষাতে গেরুয়া শিবিরের ফাঁকফোকরগুলিও উঠে এসেছে। অন্তর্দ্বন্দ্ব সহ সাংগঠনিক দুর্বলতার দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা চোখে পড়েছে। তবে বিজেপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সবকিছু ঠিকঠাক করে 2021 এর নির্বাচনে তৃণমূলকে হারানো সম্ভব।

এই সমীক্ষাতেই প্রার্থী নির্বাচনের বিষয়টি উঠে এসেছে এবং বলা হয়েছে প্রতিটি এলাকায় জনপ্রিয় নেতাকেই নির্বাচনের টিকিট যেন দেওয়া হয়। তবে সমীক্ষা ছাড়াও দলের নিম্নস্তরের পরিস্থিতি জানতে জেলা কমিটির রিপোর্টের উপরেও নির্ভর করা হচ্ছে। পরবর্তীতে দলীয় ইস্তেহার তৈরির সময় সবকটি রিপোর্টকেই নজরে রাখা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁরা মাঝে মাঝেই এরকম সমীক্ষা চালান দলের অন্দরে।

একুশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবির একের পর এক পরিকল্পনা ছকতে ব্যস্ত। তবে বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরের আভ্যন্তরীণ সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছে, তাতে কিন্তু বিজেপির নেতাদের আত্মবিশ্বাস অনেকাংশেই বেড়ে যাবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, 2021 এর বিধানসভা নির্বাচন কিন্তু এতটা সহজ নয়। তৃণমূলও কিন্তু নিজেদের জায়গা এত সহজে ছেড়ে দেবেনা। আর তাই রাজ্যের মানুষ একুশের নির্বাচনে দেখতে চলেছে সেয়ানে সেয়ানে লড়াই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!