এখন পড়ছেন
হোম > জাতীয় > আবারো কেন্দ্র-রাজ্য সংঘাতে ঘুম উড়বে রাজ্যের শিক্ষা মহলে? মুশকিল আসান করতে চলেছেন রাজ্যপাল?

আবারো কেন্দ্র-রাজ্য সংঘাতে ঘুম উড়বে রাজ্যের শিক্ষা মহলে? মুশকিল আসান করতে চলেছেন রাজ্যপাল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা আবহে নতুন করে আবারো দ্বন্দ্ব লাগলো কেন্দ্র ও রাজ্যের। করোনা আগমনের প্রাথমিক কাল থেকেই দেশজুড়ে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বহু আগেই। ছাত্র-ছাত্রীদের শিক্ষার থেকে সেসময় অনেক বেশি মান্যতা পেয়েছিল তাঁদের জীবন। যে সময় করোনা এসেছিল, সে সময় দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলছিল। ওই অবস্থায় বন্ধ হয়ে যায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ফলস্বরূপ ছাত্রছাত্রীরা পড়ে আতান্তরে। পরবর্তীতে কি হবে তা নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হয়।

যদিও এতদিন পর্যন্ত ঠিক ছিল, শিক্ষার্থীদের আগের পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শিক্ষাবর্ষে উত্তরণ হবে। সেই অনুযায়ী এ রাজ্যের শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছিল। কিন্তু হঠাৎ করেই ইউজিসির নতুন গাইডলাইন নিয়ে শুরু হয়েছে সমস্যা। সূত্রের খবর, এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন গাইডলাইন প্রস্তুত করেছে। আর সেই নিয়ে রাজ্য কেন্দ্র আবার নতুন দ্বন্দ্বে। অন্যদিকে জানা গেছে, রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীশ জৈন ইতিমধ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠি দিয়ে সমস্যার কথা জানিয়েছেন।

আর এবার রাজ্যের সমস্যা মেটাতে আসরে নামলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ইতিমধ্যে তিনি শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীশ জৈনের সঙ্গে রাজভবনে একটি বৈঠক করবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজ্যপাল এদিন সকালে একটি টুইট করে জানান,রাজ্যের ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে তাঁর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘরোয়াভাবে কিছু কথা হয়েছে। তবে বিস্তারিত আলোচনা করতে উচ্চ শিক্ষা সচিব রাজভবনে আসছেন। অন্যদিকে রাজ্যপাল এদিন জানিয়েছেন, 15 জুলাই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকের পর যৌথভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এতদিন পর্যন্ত ঠিক ছিল, করোনার কারণে রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পরীক্ষা এবছর নেওয়া হবেনা। সেই অনুযায়ী শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও নির্দেশিকা জারি হয়েছিল। কিন্তু এবার ইউজিসির পক্ষ থেকে নতুন নির্দেশনামা জারি হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে তা এই নির্দেশের মাধ্যমে জানা যায়। তবে এই পরীক্ষা কিভাবে নেওয়া হবে, তা স্থির করার ভার প্রতিষ্ঠানের ওপর ছেড়েছে ইউজিসি বলে জানা যাচ্ছে। আর এরপরেই কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি পরিষ্কার জানিয়ে দেয়, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কোনোমতেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

এই সূত্রেই উচ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন ইউজিসি দপ্তরে চিঠি লিখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি মোটেই ভালো নয়। এই অবস্থায় পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দেওয়ার কথা ভাবার কোন জায়গায় নেই। অন্যদিকে শিক্ষা মহলের দাবি, এ ধরনের পরীক্ষা অনলাইনে বসে কতটা স্বচ্ছভাবে দেওয়া যাবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে সবথেকে দুশ্চিন্তায় পড়েছে যে শিক্ষার্থীরা তা এক বাক্যে মেনে নিচ্ছে সবাই। এই অবস্থায় ইউজিসি তাঁদের সিদ্ধান্ত পুনর দিকেই এখন লক্ষ্য সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!