এখন পড়ছেন
হোম > রাজ্য > তবে কি এবার দলেই ব্রাত্য হতে চলেছে মেয়র, বৈঠকে না ডাকা নিয়ে জল্পনা

তবে কি এবার দলেই ব্রাত্য হতে চলেছে মেয়র, বৈঠকে না ডাকা নিয়ে জল্পনা


দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ডায়রিয়া পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই নিয়ে সোমবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী সেখানে স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষকে ডাকা হলেও ডাক পেলেন না মেয়র শোভন চ্যাটার্জী আর এই নিয়েই শুরু জল্পনা। ডায়রিয়া নিয়ে টানাপোড়েন তো চলছিলই এর মধ্যে আবার বছর ৪০-এর এক যুবক বিশ্বজিৎ দাসের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন । যদিও মেয়রের দাবি জল নিরাপদ। পাণীয় জল থেকে ডায়রিয়া হয়নি। ইতিমধ্যেই কলকাতা পুরসভা জল সরবরাহ বিভাগের ইঞ্জিনিয়াররা এই নিয়ে তদন্ত শুরু করেন। এবং ১৬ টি ছিদ্রের হদিশ পান তারা। পাশাপাশি রোগীদের মাল মূত্রের পরীক্ষাতেও কলেরার জীবাণু পাওয়া যায়।পর্যালোচনায় পুরসভার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করার কথা জানা যায়। কিন্তু কি কারণে মেয়রের ডাক পড়েনি তা এখনো জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে তবে কি মেয়রের কাজকর্মে বিরক্ত মুহ্খ্যমন্ত্রী। কেননা প্রথম থেকেই মেয়র বলছেন যে কলেরা কিছু নয় মনের রোগ, বা জালে কিছু নেই জল নিরাপদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!