এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় উপনির্বাচন: ত্রিমুখী স্ট্র্যাটেজিতে বাজিমাত করতে 7 ঘন্টার ম্যারাথন বৈঠক বিজেপির

বাংলায় উপনির্বাচন: ত্রিমুখী স্ট্র্যাটেজিতে বাজিমাত করতে 7 ঘন্টার ম্যারাথন বৈঠক বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে উদ্যোগী ভারতীয় জনতা পার্টি। জনসাধারণের সঙ্গে একাত্ম ভাবে মিশে কিভাবে 2021 এ ক্ষমতা দখল করা যায়, তার জন্য রাজ্যকে পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি। তবে 2021 এর বিধানসভার আগে বিজেপির কাছে বড় পরীক্ষার হতে চলেছে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এতদিন এই কেন্দ্রটি তৃণমূলের দখলে ছিল। তবে প্রায় অনেকদিন হয়ে গেল, প্রয়াত হয়েছেন এই কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী।

তারপর গত মার্চ মাসে ফালাকাটা বিধানসভার উপনির্বাচনের কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। তবে আগামী কিছুদিনের মধ্যেই এখানকার নির্বাচন হওয়ার কথা। তাই এই পরিস্থিতিতে ফালাকাটা আসনটিকে টার্গেট করে মানুষের কাছে পৌঁছে যেতে “দত্তক” প্রথা চালু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর এই ফালাকাটা বিধানসভা এলাকায় 13 টি গ্রাম পঞ্চায়েত 13 জন নেতার হাতে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্ব। কিন্তু হঠাৎ করে বিজেপি এই সিদ্ধান্ত নিল কেন? জানা গেছে, 13 টি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব 13 জন নেতার হাতে তুলে দেওয়া অর্থ, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিভাবে জয় আসবে, তা সেই সমস্ত নেতারাই দেখভাল করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয় এই বিধানসভা উপ নির্বাচনের প্রতিটি বুথে জনসংযোগের জন্য 10 জন করে টিম তৈরি করতে চলেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন এই বিধানসভা কেন্দ্র পুনর্বার দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে ঠিক তখনই বিজেপি 13 টি গ্রাম পঞ্চায়েত 13 জন নেতার হাতে তুলে দিয়ে সেখানকার জয় নিশ্চিত করতে চাইছে।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “যিনি যে গ্রাম পঞ্চায়েতকে দত্তক নেবেন, তার হাতেই সেই এলাকায় দলকে জেতানোর সম্পূর্ণ দায়িত্ব থাকবে। খুব দ্রুত নিজের নিজের গ্রাম পঞ্চায়েত এলাকার কাজ শুরু করবেন সংশ্লিষ্ট নেতারা। ভোটে লিড দেওয়ার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে দত্তক নেওয়া নেতাদের প্রথম তিন জনকে দল পুরস্কৃত করবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যদি বিজেপি এই পদ্ধতি অবলম্বন করে ঠিকমত তাদের কার্যকলাপ করতে পারে, তাহলে তাদের সাফল্য পেতে খুব একটা পরিশ্রম করতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বা বিজেপির এই পদ্ধতিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “বিজেপি নেতাদের পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছে। ফলে উপনির্বাচনকে সামনে রেখে তারা যতই চেষ্টা করুন না কেন, মানুষের সমর্থন তারা কখনও পাবেন না।” সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ফালাকাটা বিধানসভা উপনির্বাচন দখল করতে বিজেপির এই নয়া স্ট্র্যাটেজি তাদের সাফল্য আনতে কতটা সুবিধা করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!