এখন পড়ছেন
হোম > অন্যান্য > কেমন রয়েছে যশের অবস্থান ও গতি প্রকৃতি? কি বলছেন আবহবিদেরা? জানুন বিস্তারিত

কেমন রয়েছে যশের অবস্থান ও গতি প্রকৃতি? কি বলছেন আবহবিদেরা? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছরের আম্ফান ঝড়ের স্মৃতি উস্কে দিয়ে বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখনো পর্যন্ত বঙ্গোপসাগরের পূর্ব- মধ্যভাগে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে যশ। গভীর থেকে ক্রমশ অতি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে এই নিম্নচাপ। আজ সকাল ১১ টার পর এই নিম্নচাপ রূপান্তরিত হবে ঘূর্ণিঝড়ে। তারপর ক্রমশ তা ধেয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে।

ওড়িশা ও পশ্চিমবঙ্গের বেশকিছু উপকূলবর্তী জেলার দিকে এগিয়ে আসবে যশ। আগামী বুধবার প্রবল বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। হাওয়ার দাপটে জলস্তর ২০ ফুট পর্যন্ত উপরে উঠে আসতে পারে। ঘূর্ণিঝড় যশ যতই উপকূলের দিকে এগিয়ে আসবে, ততই এর প্রভাবে বাড়তে থাকবে প্রাকৃতিক দুর্যোগ। বেশকিছু জেলায় প্রবল ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তরবঙ্গের একাধিক জেলাতেও প্রবল বর্ষণ দেখা দেবে। যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলা। আবার ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতেও প্রবল বর্ষণ দেখা দেবে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে সঙ্গে চলবে ঝড়ো হাওয়া। ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উপকূলের জেলাগুলিতে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। প্রায় সারা রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় যশের গতিবেগ ১২০ কোটি কিলোমিটার ধরা হলেও, তা ১৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই আম্ফান ঝড়ের চেয়ে আরো বেশি ক্ষতিকারক হতে পারে ঘূর্ণিঝড় যশ। ঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই দীঘা পর্যটক শূন্য করা হয়েছে। উপকূলের জেলায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। সুন্দরবন, বকখালিতে চলছে নজরদারি। এলাকাগুলি থেকে বহু মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!