এখন পড়ছেন
হোম > রাজ্য > উৎসবের বাংলায় এবার চন্দননগরকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রীর

উৎসবের বাংলায় এবার চন্দননগরকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রীর


কোলকাতার রেডরোডে দুর্গা পুজোর কার্নিভাল বাংলার শৈল্পিক মানসিকতাকে বিশ্বের দরবারে সম্মানের অন্যতম স্থানে নিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগ প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। দেশ তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা প্রতিবছর কোলকাতায় আসেন এই আকর্ষণীয় শোভাযাত্রা দেখতে।

এবার এই দুর্গাপুজোর কার্নিভালের মাত্রাতিরিক্ত সাফল্যের পর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাকেও আন্তর্জাতিক প্রচারের আলোয় আনার পরিকল্পনা রয়েছে রাজ্যসরকারের। এর জন্য উদ্যোগী হয়েছে পর্যটন দপ্তর৷

এবং টিভি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি যাতে দেশ-বিদেশে ছড়িয়ে যায়,তারও ব্যবস্থা করা হচ্ছে। দুর্গা পুজো কার্নিভালের স্থানে অর্থাৎ রেড রোডেই যাতে এই জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল করা যায়,সে ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্যসরকার,এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

প্রসঙ্গত,চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এমনিতেই জগৎ বিখ্যাত। শতাব্দী প্রাচীন এই পুজো দেখতে এমনিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিবছর চন্দননগরে জমায়েত হন। আলোর রোশনাই থেকে আতশবাড়ির ফোয়ারা,সিঁদুর খেলা থেকে মিষ্টি মুখ,ঢাক-বাদ্যির তালে কোমর দুলিয়ে নাচ, নদীর উপর রংবাহারি বাজির প্রদর্শন, জমাটি আড্ডা,কব্জি ঢুবিয়ে খাওয়া দাওয়া,সঙ্গে প্রতিমা বিসর্জনের সাবেকিয়ানা, সবমিলিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জনপ্রিয়তায় যেন বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজোকেও টেক্কা দেয়।

এরকম এই উৎসবকে বিশ্বে দরবারে প্রকাশের আলোয় আনতে মরিয়া রাজ্যসরকার। তাছাড়া,একথা অজানা নয় কারো,চন্দননগরের নিজস্ব আলোর জন্য গোটা রাজ্যে তার জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া পুজো দেখার পাশাপাশি শোভাযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও দেখার মতো। তাই এই ঐতিহ্যপূর্ণ শোভাযাত্রাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরলে উদ্যোগী হয়েছে রাজ্যের পর্যটন দপ্তর। এমনটাই জানা গিয়েছে নবান্নের প্রাথমিক পর্বের আলোচনা থেকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্যের পর্যটন দপ্তর সূত্রের খবরে জানা গিয়েছে,প্রতি বছর চন্দননগরের যে পুজো কমিটিগুলো শোভাযাত্রায় অংশ নিত,এবার সেটি করা হবে কার্নিভালের মাধ্যমে। দূরদর্শনের মাধ্যমে সেই শোভাযাত্রার সরাসরি সম্প্রচার করে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে দেশ বিদেশে সেই পুজো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। এই কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুকুটে আরো একটি স্বীকৃতির পালক যুক্ত হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!