এখন পড়ছেন
হোম > জাতীয় > ভয়াবহ রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা, কি বললেন রেলমন্ত্রী!

ভয়াবহ রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা, কি বললেন রেলমন্ত্রী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এযাবৎকালের মধ্যে সবথেকে বড় এবং ভয়াবহ রেল দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কে দেশবাসী। শুক্রবার করমন্ডল এক্সপ্রেসের রেল সংঘর্ষ এবং তাতে প্রচুর মানুষের মৃত্যু রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। একের পর এক মৃত্যুর খবর আসছে, যার কোনো শেষ নেই। প্রচুর মানুষ আহত হয়েছেন। আর এই পরিস্থিতিতে ঘটনাস্থলে এসে ক্ষতিপূরণ হয়ে ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্নব। যেখানে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন সাতসকালেই ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী। তবে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে অর্থ দিয়ে ক্ষতি মেটানো কোনোভাবেই সম্ভব নয়। তবে তা সত্ত্বেও পরিবারের পাশে দাঁড়াতে অর্থনৈতিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। রেলমন্ত্রী জানান, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যারা গুরুতর আহত হয়েছেন, তাদের 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও যারা আহত হয়েছেন, তাদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!