এখন পড়ছেন
হোম > রাজ্য >  “সব জেলাকে সতর্ক করেছি” বালেশ্বরে পৌঁছেই সহযোগিতার আশ্বাস মমতার !

 “সব জেলাকে সতর্ক করেছি” বালেশ্বরে পৌঁছেই সহযোগিতার আশ্বাস মমতার !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুক্রবার রাতে উড়িষ্যার বালেশ্বরে ঘটে গিয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রচুর মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও বেশি মানুষ। আর এই পরিস্থিতিতে সেই ট্রেনে বাংলার একাধিক যাত্রী রয়েছেন বলে খবর। অনেকে ফিরে আসতে পেরেছেন, আবার অনেকের নিথর দেহ পড়ে রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। আর এই পরিস্থিতিতে এবার সেই ওড়িশার বালেশ্বরে পৌঁছে সহযোগিতার বার্তা দিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনাস্থলে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানিয়ে দেন, বাংলার সরকার সমস্ত জেলাকে ইতিমধ্যেই সতর্ক করেছে। তাই দ্রুত উদ্ধারকার্য করে যাতে নিহত ব্যক্তিদের দেহ তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, সেই দিকে নজর রাখতে হবে। শুধু তাই নয়, ঘটনা ঘটার পরেই যে বাংলার প্রশাসনিক টিম পাঠিয়ে এই উদ্ধারকার্যে সহযোগিতা করার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই কথাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ দুর্ঘটনার সময় এত বিপুল মানুষের প্রাণ চলে যাওয়ার পর যে এটা নিয়ে রাজনীতি করা অপেক্ষা মানুষের পাশে দাঁড়ানো সবথেকে বড় কর্তব্য, তা উড়িষ্যায় পৌঁছে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞদের আশঙ্কা, যত সময় যাবে, ততই হয়তো মৃত্যুর খবর আরও বাড়তে শুরু করবে। কারণ ইতিমধ্যেই 238 জন মানুষের মৃত্যু হয়েছে বলে রেলসুত্রে খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন 650 এর বেশি মানুষ। ফলে কত মানুষের নিথর দেহ রেলের তলায় চাপা পড়ে রয়েছে, তা কারও জানা নেই। আর এই মর্মান্তিক দৃশ্য সত্যি দেশবাসীর পক্ষে অত্যন্ত ভয়াবহ। এমতাবস্থায় এই ট্রেনে যেহেতু বাংলার যাত্রীদের সংখ্যা বেশি রয়েছে, তাই তাদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছে সহযোগিতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!