এখন পড়ছেন
হোম > জাতীয় > লড়াই শেষ! গোটা দেশকে কাঁদিয়ে চলে গেলেন উন্নাওয়ের সেই “নির্ভয়া”!

লড়াই শেষ! গোটা দেশকে কাঁদিয়ে চলে গেলেন উন্নাওয়ের সেই “নির্ভয়া”!

ধর্ষকদের মৃত্যুতে যখন দেশজুড়ে স্বস্তির হাওয়া, ঠিক তখনই সকলকে কাঁদিয়ে মৃত্যুর কাছে হার মানলেন উন্নাওয়ের নির্ভয়া। সূত্রের খবর, শুক্রবার রাত 11 টা 40 মিনিটে সদর হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। জানা যায়, গত এক বছর আগে ধর্ষণ এবং বিচার চাইতে গিয়ে দুদিন আগে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় নির্যাতিতাকে। আর তারপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তবে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পরাজিত হলেন তিনি। বস্তুত, এদিন নিজের মৃত্যুর আগে পুলিশকে তার বয়ান দিয়ে গিয়েছেন সেই নির্যাতিতা। তিনি জানিয়েছেন যে, গত বৃহস্পতিবার রায়বেরিলি যাওয়ার জন্য ভোর চারটের সময় তিনি স্টেশনে পৌঁছান। আর সেখানেই তাকে 5 দুষ্কৃতী ধাওয়া করতে শুরু করে। যে দুষ্কৃতী দলের মধ্যে ছিলেন ধর্ষণে অভিযুক্ত শিবম ত্রিবেদী এবং শুভম ত্রিবেদী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্যাতিতার বয়ান অনুযায়ী, অপরাধীরা প্রথমেই লাঠি দিয়ে তার পায়ে আঘাত করে। আর এরপর গলায় ছুরি চালিয়ে পেট্রোল ঢেলে দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এরপরই নির্যাতিতা সেই আগুন নিয়ে ছুটতে ছুটতে প্রাণভিক্ষা করেন। পরে স্থানীয়দের তৎপরতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিমান মারফত তাকে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবশেষে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে এই ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার হলেও পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের নেতা-নেত্রীরা। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা বলেন, “যে রাজ্যের পুলিশ চার মাস পরে এফাআইআর করে, সেখানে মহিলারা কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।” তবে প্রথম থেকেই এই ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দেন উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে সকলের সব তরজাকে মিলিয়ে দিয়ে চির শান্তির দেশে চলে গেলেন উন্নাওয়ের নির্ভয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!