এখন পড়ছেন
হোম > জাতীয় > নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি অন্য কেউ? দেশের পরবর্তী সরকার কার নেতৃত্বে? কি বলছে রিপাবলিক টিভির সমীক্ষা?

নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি অন্য কেউ? দেশের পরবর্তী সরকার কার নেতৃত্বে? কি বলছে রিপাবলিক টিভির সমীক্ষা?


এগিয়ে আসছে লোকসভা ভোট – সূত্রের খবর অনুযায়ী মার্চ মাসের প্রথম সপ্তাহেই ঘোষিত হয়ে যেতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ। ভোট হতে পারে এপ্রিল-মে মাস নাগাদ। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে জল্পনা – দেশের পরবর্তী শাসনভার কার হাতে থাকবে। একদিকে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট দাবি করছে ক্ষমতায় ফিরছে তারাই। অন্যদিকে, গো-বলয়ের তিন রাজ্যে জয় পাওয়ার পর – ক্ষমতা পুনরুদ্ধারে আশাবাদী কংগ্রেসও।

তবে পিছিয়ে নেই আঞ্চলিক দলগুলিও – মমতা বন্দ্যোপাধ্যায়ের মত রাজ্য ভিত্তিক দলের নেতা নেত্রীদের দাবি, এবারের সরকার গঠন প্রক্রিয়ায় সরকারের চাবিকাঠি থাকবে আঞ্চলিক দলগুলির হাতেই। এমনকি একধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেস নেতা সমর্থকদের দাবি – দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, কি বলছে বিভিন্ন সমীক্ষক দল? তাদের করা সমীক্ষা অনুযায়ী কি হতে চলেছে সম্ভাব্য ফলাফল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রিপাবলিক টিভি ও সি ভোটারের করা সমীক্ষায় উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। ওই সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন জোটের সম্ভাব্য ফলাফল হতে পারে নিম্নরূপ –
এনডিএ – ২৩৩ (২০১৪-এর থেকে ১০৩ টি কম)
ইউপিএ – ১৬৭ (২০১৪-এর থেকে ১০৭ টি বেশি)
অন্যান্য – ১৪৩ (২০১৪-এর থেকে ৪ টি কম)

বিভিন্ন জোটের প্রাপ্ত ভোট শতাংশের হিসাব হতে পারে নিম্নরূপ –
এনডিএ – ৩৭.৬%
ইউপিএ – ৩২.২%
অন্যান্য – ৩০.২%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!