এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অরাজনৈতিক ব্যানারে ভাবমূর্তি ফেরাতে উদ্যোগী অধীর, নিজ গড় রক্ষায় নয়া পরিকল্পনা!

অরাজনৈতিক ব্যানারে ভাবমূর্তি ফেরাতে উদ্যোগী অধীর, নিজ গড় রক্ষায় নয়া পরিকল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একাধারে লোকসভার দলনেতা এবং অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি, মুর্শিদাবাদের শাহেনসা হিসেবে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী সারা রাজ্য জুড়ে তো দূরের কথা, নিজের খাসতালুক বহরমপুরে একটি আসনও কংগ্রেসকে পাইয়ে দিতে সক্ষম হননি। যার ফলে তার নেতৃত্ব নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। একসময় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। আর কংগ্রেসকে এখানে সাফল্য পাইয়ে দিতে শেষ কথা বলতেন অধীর চৌধুরী। মূলত, তার ভাবমূর্তিকে সামনে রেখে এই জেলাতে বরাবর ভালো ফল করে এসেছে হাত শিবির।

কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনে সারা রাজ্যজুড়ে একটিও আসন দখল করতে পারেনি কংগ্রেস। যার ফলে বিধানসভায় তাদের প্রতিনিধির সংখ্যা শূন্য। আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলা থেকেও একটি আসন দখল করতে না পেরে এখন নিজের গড় পুনরুদ্ধার করতে ময়দানে নেমে পড়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কিছুটা হলেও অরাজনৈতিক ব্যানার দিয়ে সামাজিক সংগঠন তৈরি করে তার অনুগামীরা সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সূত্রের খবর, “অধীর সেনা” নাম দিয়ে একটি সামাজিক সংগঠন তৈরি করা হয়েছে মুর্শিদাবাদে। যেখানে করোনা পরিস্থিতিতে মানুষকে ব্যাপক পরিমাণে সাহায্য করা হচ্ছে। আবার কোথাও বা রক্তের সংকট দেখা দেওয়ায় এই সংগঠনের ব্যানারে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। যার ফলে কার্যত পরিষ্কার যে, অধীর বাবুর অনুগামীরা নিজেদের হারানো মাটি শক্ত করতে মুর্শিদাবাদের আবার কাজ শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পেছনে যে অধীরবাবুর সূক্ষ্ম পরিকল্পনা রয়েছে, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত বিশেষজ্ঞরা। অর্থ্যাৎ এতদিন মুর্শিদাবাদ জেলায় হাত শিবিরের রমরমা দেখা যেত। সেখানে এবার একটিও আসন কংগ্রেস না পাওয়ায় কার্যত হতচকিত হয়ে গিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই এই পরিস্থিতিতে ভবিষ্যতের কথা মাথায় রেখে 2024 এর লোকসভা নির্বাচনের আগে সারা রাজ্যের সংগঠনের দিকে পড়ে নজর দিয়ে নিজের খাসতালুক মুর্শিদাবাদের দিকে নজর দিতে চাইছেন অধীরবাবু।

অনেকে বলতে শুরু করেছেন, কট্টর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী অধীর রঞ্জন চৌধুরীকে এবার ঠিকমত গ্রহণ করতে পারেননি বাংলার মানুষ। পাশাপাশি মুর্শিদাবাদের যে তার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পেতে শুরু করেছে, তা বুঝতে পারেননি অধীরবাবুও। তবে ভোটের ফলাফলের পর তাকে অবাক করে দিয়ে মুর্শিদাবাদ তো বটেই, সারা রাজ্য জুড়ে কংগ্রেস একটি আসনও দখল করতে পারেনি।

সারা রাজ্যের দিকে পড়ে নজর দিয়ে আগে নিজের ঘর রক্ষা করতেই এখন বেশি ব্যস্ত হয়ে পড়েছেন মুর্শিদাবাদের একদা শাহেনশা অধীর রঞ্জন চৌধুরী। আর সেই কারণে অরাজনৈতিক সংগঠনের ব্যানারে দিয়ে “অধীর সেনা” বলে মানুষের পাশে দাঁড়ানোর কাজ শুরু করেছেন তার অনুগামীরা। অর্থাৎ মানুষের সঙ্গে সংযোগ রেখে অধীরবাবু আবার নিজের মাটি শক্ত করতে উঠেপড়ে লেগেছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তার এই চেষ্টা কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!