এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য সভাপতি থাকা নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, জেনে নিন

রাজ্য সভাপতি থাকা নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, জেনে নিন


২০১৯ এ বিজেপির লড়াইতে পশ্চিমবঙ্গে পায়ের তলায় জমি খুঁজে পায় যার নেতৃত্বে তিনি হলেন বর্তমান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ২০২১ এর লড়াইয়ের মুখও তিনিই হবেন বলেও জোর জল্পনা চলছে।
যদিও কি হবে তা জানার জন্য করতে হবে অপেক্ষা কেননা এব্যাপারে আজ কলকাতার আইসিসিআরে আলোচনা সভার আয়োজন হয়েছে।

তবে দিলীপ ঘোষ নিজে এব্যাপারে সমস্ত সিদ্ধান্তই কেন্দ্রীয় সরকারের ওপর ছেড়েছেন। তবে রাজ্য সভাপতির পদে যে তিনিই আসীন থাকবেন বলে বিজেপির অন্দরে জির গুঞ্জন ছড়ালেও আপাতত তিনি কেন্দ্রীয় নেতৃত্বের উপরেই আস্থা রাখছেন।

আজ মঙ্গলবার কলকাতার আইসিসিআর এ চলছে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ মিটিং যেখানে ৩৮ টি জেলার সাংবিধানিক সভাপতিসহ উপস্থিত রয়েছেন রাজ্যের পর্যবেক্ষকরা। এ নিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন এই পদে (রাজ্য সভাপতি) থাকবো কিনা। আমি না থাকলে আমার থেকে যোগ্য কেউ থাকবেন।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন পক্রিয়া শুরু হয়েছে বলে খবর। সহমতের ভিত্তিতেই এই ভোটদান হয়। সর্বপ্রথম বুথ কমিটি এবং ৫০ শতাংশ মণ্ডলস্তরের নির্বাচন সম্পন্ন হবে আর তারপরেই হবে সভাপতি নির্বাচন। একইভাবে কেন্দ্রীয় স্তরেও সর্ব্বসম্মতিক্রমে সর্বভারতীয় সভাপতি নির্বাচন হয়।

২০২১ কে মাথায় রেখে বিজেপি যে তাদের ঘর গোছাচ্ছে তা নিয়ে কারোরই কোনো দ্বিমত নেই। অতএব সামনের ২০২১ যে রাজনৈতিক আঙিনায় একটি টানটান মুহুর্ত রচনা করতে চলেছে তা বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!