এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জল্পনা বাড়িয়ে এক ধাক্কায় তুলে নেয়া হলো বহু বিজেপি নেতা-নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা

জল্পনা বাড়িয়ে এক ধাক্কায় তুলে নেয়া হলো বহু বিজেপি নেতা-নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগদানের ঢল নেমেছিল। টলিউডের বহু তারকা বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁদের মধ্যে অনেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা বেশ কিছু নেতা-নেত্রীকেও বিজেপির প্রার্থী করা হয়েছিল। তাঁদের মধ্যে প্রায় সকলকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছিল। তবে, তাঁদের মধ্যে খুব অল্প প্রার্থী নির্বাচনে জয়ের মুখ দেখতে পেরেছেন। এবার নির্বাচনে পরাজিত প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা খারিজ করে নিল স্বরাষ্ট্রমন্ত্রক।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচন শেষ হয়ে যাবার কারণে কেন্দ্রীয় নিরাপত্তা এবার তুলে নেওয়া হবে। ভোটের সময়ে এদের নিরাপত্তার প্রয়োজন ছিল বলেই তখন তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছিল। যদি প্রয়োজন মনে হয়, তবে আবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া যাবে। কেউ যদি কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন আছে বলে মনে করেন, তবে, তিনি লিখিত আবেদন জানাতে পারবেন। তবে, বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ এক ধাক্কায় বহু পরাজিত প্রার্থীর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেয়া হলো। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী জানালেন যে, নির্বাচনের আগে তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছিল। এবার তা তুলে নেওয়া নেওয়া হবে বলে, তাঁর কাছে নির্দেশিকা এসে পৌঁছেছে। তবে বলা হয়েছিল, তিনি যদি কেন্দ্রীয় নিরাপত্তা রাখতে চান, তবে তার জন্য তাঁকে আবেদন জানাতে হবে। তবে তিনি কোনো আবেদন জানান নি।

অন্যদিকে, অভিনেতা রুদ্রনীল ঘোষকে এখনো কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হচ্ছে। তিনি জানালেন, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কমান্ড্যান্ট তাঁকে জানিয়েছেন যে, তিনি যদি কেন্দ্রীয় নিরাপত্তা চান, তাহলে চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তা জানাতে হবে। তবে, তিনি নিজে কেন্দ্রীয় নিরাপত্তা চাননি। দল যা ঠিক করবে, সেটাই তিনি করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, নির্বাচনের পূর্বে যখন বহু অভিনেতা-অভিনেত্রী বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির প্রার্থীও হয়েছিলেন অনেকে। তখন তাদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছিল। প্রচারের সময়ও তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা থাকতেন। এখন তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেয়া হচ্ছে। অনেকেই জানিয়েছেন, তাঁরা নিজেরাই কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিতে চেয়েছেন। তবে, প্রশ্ন উঠেছে, তাঁরা পরাজিত হয়েছেন বলেই কি, তাঁদের নিরাপত্তা তুলে দেয়া হচ্ছে? যেখানে বিজেপি বিধায়কদের নিরাপত্তা এখনো জারি রাখা হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!