এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলবিরোধী মন্তব্যের আখড়া করা যাবে না ফেসবুককে, কড়া নিদান বিজেপির শীর্ষ নেতৃত্বের

দলবিরোধী মন্তব্যের আখড়া করা যাবে না ফেসবুককে, কড়া নিদান বিজেপির শীর্ষ নেতৃত্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার কলকাতায় বিজেপির রাজ্য কর্মসমিতির একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন সংক্রান্ত নানা বিষয় ও তৎসহ বিজেপি দলের বহু বিষয় নিয়ে আলোচনা চলেছিল। সেদিনের এই বৈঠকে নানা বিষয়ে আলোচনা চলে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের। এই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো, কোন দল বিরোধী মন্তব্যের জন্য, দল বিরোধী কোন বিবৃতি প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে ব্যবহার করা চলবে না, কুৎসা করা যাবে না কোন দলনেতার প্রতি। কোন বিজেপি সদস্য যদি এই নির্দেশ অমান্য করেন, তবে তাঁর বিরুদ্ধে দল শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবে।

গত বৃহস্পতিবারের এই বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ রাজ্য নেতৃত্বকে কড়া ভাবে জানালেন, বিজেপি দলের নেতা সম্পর্কে ফেসবুকে প্রকাশ্যে সমালোচনা, বিরূপ মন্তব্য, কুৎসা করা চলবে না। এমনকি বিজেপি দলের নীতি, অবস্থান, তথা পার্টি লাইনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কোন বিরূপ মন্তব্য করা চলবে না। দলের বুথ স্তর থেকে আরম্ভ করে দলের রাজ্যস্তরের কোন নেতাও যদি এই নির্দেশ ভঙ্গ করেন তবে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবে দল। এ জন্য দলের বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত ব্যাপার করা হবে মনিটরিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ইতিপূর্বে কেন্দ্রীয় নেতৃত্বের নিষেধ উপেক্ষা করে বেশকিছু বিজেপি সদস্য সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী প্রচারে লিপ্ত হয়েছিলেন, তাঁদের এই কাজকর্ম রাজ্য দলের কাছে যেমন অজ্ঞাত নেই, তেমনি তার খবর এসে পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর কাছেও। একারণেই দলে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন বলেছেন, ” সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আক্রমণও করা উচিত তৃণমূলের (TMC) বিরুদ্ধে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কেউ কেউ নিজেদের মধ্যেই দোষারোপ করে চলেছে।”

অন্যদিকে, গতকালের বৈঠকে বিজেপি নেতা মুকুল রায় দলের কিছু সংগঠনগত দুর্বলতার দিকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানালেন রাজ্যের মোট ৭৮০০০ বুথে দলের কমিটি তৈরি গঠন সম্ভব না হলে আসন্ন নির্বাচনে লড়াই যথেষ্ট কঠিন হয়ে পড়বে। বিজেপির জনৈক শীর্ষ নেতা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, বিজেপি নতুন করে যতটা সদস্য সংগ্রহ করতে পেরেছে , তাতে রাজ্যের প্রতিটি বুথে ১২৮ জন করে তাঁরা সদস্য দিতে পারবেন। কিন্তু ইতিমধ্যে রাজ্যের মাত্র ৫৫০০০ বুথে কমিটি গঠনে সক্ষম হয়েছে রাজ্য বিজেপি। বাদবাকি বুথগুলিতে যদি কমিটি না গঠন করা না যায়, তবে নির্বাচনী লড়াইয়ে যথেষ্ট সমস্যায় পড়তে চলেছে বিজেপি এমনটাই বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!