এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাংলার মানুষকে মাছে-ভাতে রাখতে কোন পদক্ষেপ নিল শেখ হাসিনা সরকার?

বাংলার মানুষকে মাছে-ভাতে রাখতে কোন পদক্ষেপ নিল শেখ হাসিনা সরকার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ভেতো বাঙালির পাতে মাছ না থাকলে যেন খেয়েও শান্তি নেই। আর সে মাছ যদি হয় ইলিশ, আহা! তবে তো আর কথাই নেই। কিন্তু কয়েক বছর ধরে সেই ইলিশের রপ্তানি নিয়ে অনেক সমস্যা দেখা গেছে, যার মধ্যে রয়েছে খোকা ইলিশ বলে পরিচিত ইলিশের এক ধরনের। জানা গেছে বর্তমানে ব্যবসায়িক চাহিদার জন্য অত্যন্ত ছোট ইলিশকেও রপ্তানিতে কাজে লাগানো হয়। যার ফলে মাছের প্রজনন অনেক কমে যায় এবং ভবিষ্যতে মাছের পাওয়া না যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই বড় মাপের ইলিশ ছাড়া মাছ ধরা যাবেনা এমনই নিয়ম তৈরি করা হয়েছিল। ফলে বাঙালির পাতে ইলিশের টান পড়েছিল। তবে সম্প্রতি সেই ইলিশ নিয়েই সুখবর দিয়েছে বাংলাদেশ সরকার।

জানা গেছে, বাংলাদেশ থেকে প্রায় ২০০ মাছ রপ্তানিকারক ভারতে মাছ রপ্তানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিলেন। তবে ভাবনা চিন্তা করে এদের মধ্যে থেকে কেবল ন’জনকে রপ্তানিতে অনুমতি দেওয়া হয়েছে। হঠাৎ এই রপ্তানির কারণ জানতে গিয়ে জানা যায়, বাংলাদেশে এই বছর পদ্মা, মেঘনা ও যমুনা-সহ সাগরে প্রচুর ইলিশ ধরা পড়েছে। ফলে মাছের দাম খুবই কম। আপাতত সেখানে এক কেজি ওজনের ইলিশ মাছ ৮০০-১১০০ টাকাতে বিক্রি হচ্ছে। আর তার কম ওজনের ইলিশ ৬০০-৭০০ টাকায় বিকোচ্ছে। ফলে কাঙ্ক্ষিত দাম না ওঠায় তাই খুশি নন মৎস্যজীবীরা। আর এই জন্যই ইলিশ মাছের রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে তারা। যার ফলে ১৪৫০ টন ইলিশ আগামী সপ্তাহের মধ্যেই কলকাতায় পৌঁছবার কথা। তবে সেটা বেনাপোল-হরিদাসপুর সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে আসবে বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখলেও গত বছর দুর্গাপুজোর সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির ব্যবস্থা করেছিলেন। তবে এবার ইলিশ ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই রপ্তানির ‘বিশেষ অনুমতি’ দিয়েছে বাংলাদেশ সরকার। ফলত ১৪৫০ টন ইলিশ আগামী সপ্তাহের মধ্যেই কলকাতায় আসতে চলেছে। জানা গেছে, বাংলাদেশ থেকে যে ইলিশ ভারতে আসবে তার ওজন মোটামুটি ৮০০-১২০০কেজির হবে। আর ওজনের উপর নির্ভর করে ইলিশের পাইকারি দাম প্রতি কেজিতে ৮০০ থেকে ১৪০০ টাকা হতে পারে।

তবে এক্ষেত্রে এও জানা গিয়েছিল যে, ৮ বছর ধরে মাছ রপ্তানি বন্ধ থাকলেও প্রতি বছর হাজার হাজার টন ইলিশ চোরাই পথে পশ্চিমবঙ্গ-সহ ভারতে পাচার হত। যে কারণে ইলিশের বাজার ধরে রাখা সম্ভব হয়েছিল। এই বছরও পাচার হওয়ার সময় প্রায় ২ হাজার ৮০০ কেজি ইলিশ ধরা পড়ে বিএসএফের তৎপরতায়। তবে গত এক সপ্তাহ ধরে স্থল সীমান্ত দিয়ে ভারতে ইলিশ আসা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও গত দু’বছর সেভাবে ইলিশ পাওয়া যায়নি। তার ফলে ইলিশপ্রেমীদের মাছের চাহিদা বেড়েই যাচ্ছিল। তবে এবার সেই চাহিদা পূরণ করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!