প্রথম সুযোগেই মোদীকে মোক্ষম চাল মমতার, সিবিআই দিয়েও আটকানো গেল না জাতীয় বিশেষ খবর রাজ্য October 24, 2017 সুযোগটা এসেছিল দীর্ঘদিনের সহযোদ্ধা ডেরেক ও’ব্রায়ানের দীর্ঘ তাত্ত্বিক লড়াইয়ের ফলে, আর প্রথম সুযোগেই মমতা বন্দ্যোপাধ্যায় মোক্ষম প্যাঁচ দিলেন প্রধানমন্ত্রী তথা প্রবলতর রাজনৈতিক বিরুদ্ধ শক্তি বিজেপির প্রধান নরেন্দ্র মোদীকে। লোকসভায় চতুর্থ বৃহত্তম দল হওয়া সত্ত্বেও এতদিন তৃণমূল কংগ্রেসের কাউকে রাষ্ট্রসংঘে দেশের প্রতিনিধিত্ব করতে দেওয়া হত না। যা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্যসভার শীর্ষনেতা ডেরেক ও’ব্রায়ান, দীর্ঘদিন সওয়ালের পর তাঁর রাজনৈতিক ক্ষুরধার যুক্তির কাছে অবশেষে হার মানতে হয় কেন্দ্রকে। ঠিক হয় এবারের ১২ সদস্যের দলে তৃণমূল কংগ্রেস থেকেও একজন প্রতিনিধি যাবেন। আর এখানেই মোক্ষম চাল চালেন তৃণমূল নেত্রী, তিনি সেই সদস্য হিসাবে নির্বাচিত করেন রোজভ্যালিকাণ্ডে অভিযুক্ত লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সুদীপবাবু জামিনে মুক্ত, তাঁর পাসপোর্ট জমা আছে ভুবনেশ্বর হাইকোর্টে এবং শর্ত অনুযায়ী তিনি দেশের বাইরে যেতে পারবেন না। কিন্তু তালিকায় তাঁর নাম থাকায়, সুদীপবাবু দেশের প্রতিনিধিত্ত্ব করার জন্য রাষ্ট্রসঙ্ঘে যেতে চেয়ে ভুবনেশ্বর হাইকোর্টে আবেদন করেন।এবার প্রবল বিরোধিতা শুরু করে সিবিআই, কিন্তু হাইকোর্টে সেই যুক্তি টেকে না, সুদীপবাবুর আবেদন মঞ্জুর হয়। ফলে পাঁচদিনের সফরে শুক্রবার রাষ্ট্রসংঘের জেনারেল কাউন্সিলের সভায় যোগ দেবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে, আমেরিকায় এই সফর নিশ্চিত করেছে বিদেশমন্ত্রক। এরফলে তৃণমূল নেত্রী আবারো প্রমানে মরিয়া রোজভ্যালি বা নারদ কাণ্ড আসলে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং এই লড়াইয়ে দলের অনুগত সঙ্গীদের পাশেই আছেন দলের সর্বময় কর্ত্রী। আপনার মতামত জানান -