এখন পড়ছেন
হোম > জাতীয় > সামনে এল অর্থমন্ত্রী অরুন জেটলির ‘বড় ঘোষণা’

সামনে এল অর্থমন্ত্রী অরুন জেটলির ‘বড় ঘোষণা’


সকাল সকালই অর্থমন্ত্রক থেকে ঘোষণা হয় বিকেল ৪ টেতে অর্থমন্ত্রী অরুন জেটলি এক ‘বড় ঘোষণা’ করতে চলেছেন।সাথে সাথেই দেশজুড়ে শুরু হয়ে যায় জল্পনা, সাধারণ মানুষকে স্বস্তি দিতে ট্যাক্স স্ট্রাকচার বদলের ঘোষণা নাকি জিএসটিতে বড়সড় ছাড়? নাকি নোটবন্দির মত আবারো কোনো চমকপ্রদ ঘোষণা হতে চলেছে।
সব জল্পনার অবসান ঘটিয়ে অর্থমন্ত্রী বিকেল ৪ টেয় যে সাংবাদিক বৈঠক করলেন, তাতে জিএসটির ফলে অর্থনীতির কি অগ্রগমন হয়েছে তা বিশদে ব্যাখ্যা করেন। সাথে জানান, দেশের সড়ক ব্যবস্থাকে আরও মজবুত করতে প্রায় ৭ লক্ষ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের ৮৩ হাজার কিলোমিটার রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। যার জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৭ লক্ষ কোটি টাকা, এর মধ্যে প্রায় সাড়ে ২৮ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির পরিকল্পনাও রয়েছে। এই রাস্তা তৈরি হবে ভারতমালা হাইওয়ে প্রোগ্রামে, যা দেশের সীমান্ত এলাকাগুলির সঙ্গে সড়ক যোগযোগ আরও উন্নত করবে। নতুন এই পরিকল্পনায় মোট ৩২ কোটি কর্মদিবস তৈরি হবে পরবর্তী পাঁচ বছরে, এর ফলে দেশের সড়ক পরিবহনে ব্যাপক উন্নতি হবে। রাজনৈতিক মহলের ধারণা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নতুন কর্মসংস্থান করতে না পারার যে অভিযোগ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ছিল, তা চাপা দিতেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!