এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তীব্র ভাঙ্গন বিজেপিতে, রাজ্য সভাপতি এলেও রোখা গেলে না দলের ভাঙ্গন

তীব্র ভাঙ্গন বিজেপিতে, রাজ্য সভাপতি এলেও রোখা গেলে না দলের ভাঙ্গন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলে। কিন্তু নির্বাচনে বিজেপির পরাজয়ের পর সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি থেকে একাধিক নেতাকর্মী যোগদান করতে শুরু করেছেন রাজ্যের শাসক দল তৃণমূলে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, জোর করে, ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে বিজেপির নেতা কর্মীদের। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে বিজেপির শক্তিশালী গড় বলে পরিচিত আলিপুরদুয়ার জেলায় বিজেপিতে দেখা দিল তীব্র ভাঙ্গন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এলেও দলের ভাঙ্গন রোখা গেল না।

আজ, আলিপুরদুয়ার জেলায় আসার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু গতকাল বড়োসড়ো ভাঙ্গন দেখা দিল জেলা বিজেপি শিবিরে। সম্প্রতি, ৮ জন অনুগামীকে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তারপর থেকেই জেলা বিজেপিতে বড়সড় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। জেলার সমস্ত বিধানসভায় বিজেপি জয়লাভ করলেও, দলের ক্রমাগত ভাঙ্গন দলকে ক্রমশ বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল, কালচিনি ব্লকের জয়গা ১ গ্রাম পঞ্চায়েতে ১১ জন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করলেন। ফলে এই গ্রাম পঞ্চায়েতটি হাতছাড়া হল বিজেপির। এছাড়া, গতকাল আলিপুরদুয়ার জেলা বিজেপির এসটি মোর্চার সভাপতি ও সম্পাদকও যোগদান করলেন তৃণমূলে। ফলে বড়সড় বিপাকে জেলা বিজেপি শিবির। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা কমিটির কো-অর্ডিনেটর পাসাং লামা জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে তৃণমূলে যোগদান করছেন অনেকে।

তবে, এ প্রসঙ্গে বিজেপির বিধায়ক ও আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল জানালেন যে, ভয় দেখিয়ে বিজেপি নেতাদের দলে টানছে তৃণমূল। মানুষ সব লক্ষ রাখছেন। কিন্তু এভাবে বিজেপিকে আটকে দেওয়া যাবে না। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর এই ভাঙ্গনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!