একনজরে দেখে নিন, বাংলা ‘দখলে’ কিভাবে ঘুঁটি সাজাচ্ছেন নরেন্দ্র মোদী জাতীয় বিশেষ খবর রাজ্য February 7, 2018 লক্ষ্য ২০১৯ এর লোকসভা নির্বাচন, আর তার প্রস্তুতি হিসাবে বাংলায় পঞ্চায়েত নির্বাচনকেও অসম্ভব গুরুত্ত্ব দিতে চলেছে বিজেপি নেতৃত্ত্ব। বিজেপির অভ্যন্তরীণ হিসেব বলছে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতার জেরে উত্তর, পশ্চিম কিংবা মধ্যভারত থেকে সংসদে আসন সংখ্যা কমতে পারে তাদের। আর সেই ঘাটতি পুষিয়ে দিতে তাই বিশেষ নজর দিতে হবে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতে। কিন্তু উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির লোকসভায় আসনসংখ্যা খুবই কম, সুতরাং কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে গেলে ভরসা পূর্ব ভারতের রাজ্যগুলি, যেখানে আগে সেইভাবে ‘ভালো’ ফল কোনোদিন করে নি বিজেপি। ইতিমধ্যেই আসাম দখল হয়ে গেছে, পরবর্তী লক্ষ্য ত্রিপুরা। আর ত্রিপুরার নির্বাচন সাঙ্গ হলেই বিজেপির টার্গেটে বাংলা। পঞ্চায়েত নির্বাচনের আগেই মার্চ থেকে মে মাসের মধ্যে রাজ্যজুড়ে ৯ টি জনসভার আয়োজন করা হয়েছে, আর প্রতিটি জনসভার প্রধান বক্তার নাম নরেন্দ্র মোদী। এই ৯ টি জনসভার জন্য যে জায়গা বাছা হয়েছে সেখানে বিজেপি ভালো ফল করছে বা ভোট বিপুল বাড়ছে, আর সেই বিপুল ভোট বৃদ্ধিকে ‘সুনামির’ আকার দিতে প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখতে চলেছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিধানসভা কেন্দ্র খড়্গপুর ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র লোকসভা কেন্দ্র আসানসোল দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। এরপর ধীরে ধীরে গোটা বাংলা জুড়ে তাঁর প্রচারসভা সাজানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার দিন ও স্থান নিম্নরূপ – ২৬ মার্চ – খড়্গপুর ৮ এপ্রিল – আসানসোল ১৪ এপ্রিল – মাদারিহাট ও শিলিগুড়ি ১৭ এপ্রিল – কৃষ্ণনগর ও কলকাতা ২২ এপ্রিল – বসিরহাট ও ব্যারাকপুর ২ মে – কোচবিহার আপনার মতামত জানান -