এখন পড়ছেন
হোম > রাজ্য > বাম আমলে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুখবর দিলো রাজ্য সরকার

বাম আমলে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুখবর দিলো রাজ্য সরকার

রাজ্য সরকার এবার বাম আমলে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুখবর নিয়ে এল। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় আশ্বাস দিয়ে বলেন যে এবার তাদের বেতন বৃদ্ধি করা হবে। বাম আমলে নিযুক্ত হওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নিযুক্ত করে ও নির্দেশ দে যে তাদের বেতন বৃদ্ধি করতে। কিন্তু এই বাম আমলের নিযুক্ত হওয়া শিক্ষক-শিক্ষিকাদের বেতন এতদিন বাড়ানো হয়নি তার কারণ হিসাবে বলা হয়েছিল যে যেহেতু তাঁদের প্রশিক্ষণ নেই তাই বেতন বাড়ানো হবে না তবে তৃণমূল সরকারের দাবি যে তাদের সরকার প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ২০১৩ সালে। ২০১৫ সালের মধ্যে তাঁদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়ে যায়।নানা জটিলতা থাকায় এতদিন বেতন বাড়ানো যায়নি। তবে এবার সেই জটিলতা মিটিয়ে নিয়ে বেতন বাড়াবে বলে আশ্বাস দিয়েছেন।পাশাপাশি বাম সরকারের আমলে জারি হওয়া নির্দেশ মতো বর্ধিত বেতন পান তও খতিয়ে দেখবেন। তবে কবে থেকে বর্ধিত বেতন পাবেন তা এখনো জানাননি তিনি। স্বাভাবিক ভাবেই সাধুবাদ জানিয়েছে রাজনৈতিকমহল। তবে বিরোধীরা মুখ বেঁকিয়ে বলছেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন আর তার জন্যই মুখ্যমন্ত্রী ভোট পাবার জন্য এই ঘোষণা করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!