এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ” রাজ্যে গত ৯ বছরে কোনও শিল্প আসেনি। কারণ রাজ্যের শিল্প নীতি। ” – বিস্ফোরক শুভেন্দু অধিকারী

” রাজ্যে গত ৯ বছরে কোনও শিল্প আসেনি। কারণ রাজ্যের শিল্প নীতি। ” – বিস্ফোরক শুভেন্দু অধিকারী

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজ রাজ্যে প্রথম জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ হলদিয়াতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে হলদিয়ার হেলিপ্যাড মাঠে বিজেপির পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়েছে। যেখানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এই সভায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। একাধিক বিষয়ে রাজ্য সরকারকে দুষলেন তিনি। শুভেন্দু অধিকারী জানালেন যে, রাজ্যের শিল্পনীতির কারণেই গত ৯ বছরে রাজ্যে কোন শিল্প আসেনি।

এই সভাতে উপস্থিত হয়েছেন বিজেপির বহু গুরুত্বপূর্ণ নেতৃত্ব। যাদের মধ্যে আছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখরা। এই সভায় শুভেন্দু অধিকারী জানালেন যে, যে উদ্দেশ্য নিয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদ তৈরি করা হয়েছিল, তা সফল হতে পারেনি। হলদিয়ার ল্যান্ড ব্যাঙ্কের জমি নিয়ে নেওয়া হয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ক্ষমতা কেড়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, শুধু উত্তর-পূর্বাঞ্চল নয়, নেপাল, ভুটান পর্যন্ত হলদিয়া বন্দরের ওপর নির্ভর করে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তন আনা প্রয়োজন। ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। আজ হলদিয়ায় একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আজকের এই প্রকল্প সবচেয়ে বড় পাওনা। হলদিয়ার ভবিষ্যৎ আছে। কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আরো উন্নয়ন সম্ভব হবে। তিনি জানান, কেন্দ্র ও রাজ্যতে এক সরকার না থাকলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। আজ কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান যে, সরকারি নীতির কারণে রাজ্যে কোন শিল্প আসতে পারেনি। রাজ্য সরকার বদল না হলে, এই অবস্থার বদল হবে না বলে জানালেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, গতকাল শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন যে, মেদিনীপুরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই-তুকারি করেছেন। আর এখানে এসে ভাইপো তাঁকে তুই বলেছেন। এই হল সংস্কৃতি। এরপর তিনি আক্ষেপ করে জানালেন যে, একসময় তিনিও এই সরকারের সঙ্গে ছিলেন। তাঁর যা ক্ষমতা ছিল, সমস্ত কিছু কেড়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তীব্র অভিযোগ করলেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!