এখন পড়ছেন
হোম > জাতীয় > জোর বাড়লো বিজেপির, কোনঠাসা হলো এনডিএর শরিক দল

জোর বাড়লো বিজেপির, কোনঠাসা হলো এনডিএর শরিক দল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে প্রত্যাশামতো ফললাভ হয়নি নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ দলের। যদিও বিজেপি প্রতিশ্রুতি পালন করেছে। বিহারের কুর্সিতে বসেছেন নীতীশ কুমার। এবার আবার বড়োসড়ো ধাক্কা জেডিইউর। অরুণাচল প্রদেশ বড়সড় ঝটকা জেডিইউর। অরুণাচল প্রদেশে জেডিইউর মোট ৭ জন বিধায়কের ছিলেন। তাদের মধ্যে ৬ জন বিধায়ক জেডিইউ ত্যাগ করে যোগদান করলেন বিজেপিতে। এর ফলে বিজেপির ব্যাপক শক্তিবৃদ্ধি ঘটলো সেখানে। আজ অরুণাচল রাজ্য বিধানসভার পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এ বিষয়টি জানানো হয়েছে।

আজ জেডিইউর ৬ জন বিধায়কের সঙ্গে সঙ্গে ১ জন পিপিএ বিধায়কও যোগ দিয়েছেন বিজেপিতে। অরুণাচল প্রদেশে সদ্যই শেষ হলো পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন। এখনো যার ফল ঘোষিত হয় নি। এই সময় ৭ জন বিধায়কের বিজেপিতে যোগদানে যথেষ্ট উচ্ছ্বসিত বিজেপি। প্রসঙ্গত, গত ২০১৯ সালে অরুণাচল প্রদেশের বিধানসভার নির্বাচন হয়েছিল। এই বিধানসভা নির্বাচনে মোট ১৫ টি আসনে লড়াই করেছিল জেডিইউ, তার মধ্যে জয়ী হয়েছিল ৭টি আসনে।

অন্যদিকে বিজেপির হাতে এসেছিল ৪১ টি আসন। এবার একসঙ্গে ৭ জন বিধায়ক দুই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে বিজেপির বিধায়ক সংখ্যা ৪৮ এ পৌছালো। অরুণাচল প্রদেশ বিধানসভার মোট বিধায়ক সংখ্যা হলো ৬০। যেখানে বিজেপি হলো ৪৮, জেডিইউ ১, কংগ্রেস ৪, এনপিপির ৪ জন বিধায়ক। ফলে একধাক্কায় অনেকটা শক্তি বাড়ালো বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে অরুণাচল প্রদেশে জেডিইউ দলে বেশ কিছু সময় ধরে মত বিরোধ চলছিল। দল বিরোধী কার্যকলাপের কারণে গত ২৬ সে নভেম্বর দলের দু’জন বিধায়ককে শোকজ করা হয়েছিল। যারা হলেন সিংজু কর্মা ও কাংগং টাকু। এরপর তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেয়া হয়। এই ঘটনার পর জেডিইউ দল ছেড়ে দেন দলের ৬ জন বিক্ষুব্দ বিধায়ক। যারা হলেন তেলেম তাবোহ, হেয়েং মাংফি, জিকো টাকো, দোরজি ওয়াংডি, ডোংরু সিয়োংজু ও কাংগং টাকু। আজ যারা যোগদান করেছেন বিজেপিতে।

জেডিইউ দলের বিক্ষুব্ধ এই ৬ জন বিধায়ক তাঁদের নেতা হিসেবে বেছে নিয়েছিলেন তেলেম তাবোহকে। তবে, তাঁদের বিজেপিতে যোগদানের বিষয়ে সমস্ত কিছু অজ্ঞাত করে রাখা হয়েছিল দলের শীর্ষ নেতৃত্বের কাছে। এরপর তাদের এই দলবদলে সেরাজ্যে যথেষ্ট কোণঠাসা হয়ে পড়ল জেডিইউ দলটি।

এভাবে জেডিইউ দল ছেড়ে ৬ জন বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন। এ সম্পর্কে অরুণাচল রাজ্য বিজেপি সভাপতি বি আর ওয়াঘে জানালেন যে, জেডিইউর ৬ জন বিধায়ক বিজেপিতে যোগদান করার আবেদন জানিয়ে বিজেপির কাছে এসেছিলেন। বিজেপির পক্ষ থেকে তাঁদের আবেদন গ্রহণ করে, তাঁদেরকে বিজেপি দলভুক্ত করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!