এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রবীণ সাংসদের বিরুদ্ধে বউ ভাঙানোর অভিযোগ তুলে অশালীন দিলীপ ঘোষ! জোর শোরগোল!

প্রবীণ সাংসদের বিরুদ্ধে বউ ভাঙানোর অভিযোগ তুলে অশালীন দিলীপ ঘোষ! জোর শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে তৃণমূলের পক্ষ থেকে এখন খবরের শিরোনামে রয়েছেন তৃনমূল সাংসদ সৌগত রায়। শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর সময় মধ্যস্থতা করা থেকেই তিনি আবার শিরোনামে আসতে শুরু করেন। সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারীর মানভঞ্জন করতে না পারলেও বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁকে ঘাসফুল শিবিরে যোগদান করাতে দেখা গেছে সেই সৌগতবাবুকে।

যেখানে তৃণমূল ভবনে সুজাতাদেবীকে দলের পতাকা তুলে দিয়েছেন সৌগত রায়। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু এবার বউ ভাঙ্গানোর অভিযোগ তুলে সেই সৌগত রায়কে কটাক্ষ করে শোরগোল তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজ্য জুড়ে।

সূত্রের খবর, এদিন বালির সভা থেকে এই ব্যাপারে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “আপনার লজ্জা করে না। একজন বুড়ো মানুষ হয়ে আপনি অন্যের বউ ভাঙিয়ে নিয়ে যাচ্ছেন।” স্বভাবতই দলবদলের পালা যখন বঙ্গ রাজনীতিকে অন্যতম চর্চার বিষয় হয়ে দাড়িয়েছে, তখন দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে বিজেপিকে অনেকটাই অস্বস্তিতে ফেলে দিল বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের ঘরে ভাঙন ধরানো হচ্ছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরই যেভাবে বিজেপি নেতা সৌমিত্র খাঁ এর সহধর্মীনি তৃণমূলে যোগ দিলেন, তারপরেই তৈরি হয় নাটকীয় পরিবেশ। যেখানে সৌমিত্র খাঁ তার স্ত্রীকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেন বলে খবর। আর এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি বউ ভাঙিয়ে নেওয়ার অভিযোগ তুললেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে।

অনেকে বলছেন, এই প্রথম নয়। এর আগেও বহুবার নানা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এবার তৃণমূলের প্রবীণ সাংসদকে “বুড়ো” শব্দ উচ্চারণ করে যেভাবে এক তিক্ত অভিযোগে অভিযুক্ত করলেন, তাতে বাংলার রাজনীতিবিদদের ভাষা সংস্কৃতি নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে জনমানসে।

একাংশের দাবি, বিধানসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসবে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করবে। কিন্তু রাজনৈতিক তরজা গণতান্ত্রিক পথে চললে অবশ্যই তাকে স্বাগত জানানো উচিত। তবে সেক্ষেত্রে কোনো একজনের দলবদলের কারণে যেভাবে এক নেতা অপর নেতাকে কটুক্তি করলেন, তা সত্যিই দুর্ভাগ্যজনক বলে দাবি করছেন সকলে। ভবিষ্যতে রাজনীতিবিদদের অন্তত একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে বক্তব্য রাখা উচিত বলে দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে দিলীপ ঘোষের পক্ষ থেকে প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য বিতর্ক বাড়িয়ে দিল বঙ্গ রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!