এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অনন্ত মহারাজ বিজেপির প্রার্থী হতেই ব্যাপক চাপে তৃণমূল , তেড়েফুঁড়ে উঠলেন রাজ্যের মন্ত্রী !

অনন্ত মহারাজ বিজেপির প্রার্থী হতেই ব্যাপক চাপে তৃণমূল , তেড়েফুঁড়ে উঠলেন রাজ্যের মন্ত্রী !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের। আর হেভিওয়েট এই ব্যক্তির নাম ঘোষণা হতেই রীতিমত চাপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। কোচবিহার জেলার একের পর এক তৃণমূলের নেতা-নেত্রীরা অনন্ত মহারাজকে কটাক্ষ করছেন। অনেকে বলছেন, গ্রেটার কোচবিহারের নেতা হিসেবে বারবার কোচবিহারকে আলাদা ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছিলেন অনন্ত মহারাজ। তাই তিনি রাজ্যসভায় বিজেপি টিকিটে সাংসদ হওয়ার পর সেই দাবি আরও জোরালো হতে পারে এবং এর ফলে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনন্ত মহারাজকে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “কদিন আগেও উনি বলেছিলেন, উনি রাজনীতির লোক নন। তাহলে আবার রাজনীতিতে যুক্ত হতে গেলেন কেন! উনি বলেন, আমার পেছনে প্রচুর লোক। তাহলে এতই যদি ওনার পেছনে জনসমাগম থাকবে, এতই যদি মানুষ থাকবে ওনার সঙ্গে, তাহলে লোকসভার টিকিটে লড়াই করলেন না কেন! কেন পেছনের দরজা দিয়ে দিল্লী যেতে হচ্ছে!”

বিরোধীদের দাবি, অনন্ত মহারাজকে যথেষ্ট ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। কেননা এর আগেও কোচবিহার জেলায় এই অনন্ত মহারাজের কাছে এসে তার মন গলানোর চেষ্টা করতে দেখা গেছে একাধিক তৃণমূলের নেতা-নেত্রীকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজেপি টিকিটে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিতেই এবং তার নাম ঘোষণা হতেই কোচবিহার জেলার তৃণমূল নেতারা রীতিমতো পড়ে গিয়েছেন। যার ফলে এখন অনন্ত মহারাজকে কটাক্ষ করা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তারা। তাই এই ধরনের কথা বলে খবরে টিকে থাকার চেষ্টা করছেন তৃণমূলের নেতারা বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, বিজেপি রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে একটি আসনে প্রার্থী দিতে পারবে। তবে সেই আসনে কে প্রার্থী হবে, তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল। যার মধ্যে নাম ছিল অনন্ত মহারাজেরও। কিন্তু যে উত্তরবঙ্গে বিজেপি এত ভালো ফল করছে, সেই উত্তরবঙ্গকে পাশ কাটিয়ে যদি দক্ষিণবঙ্গ থেকে বা অন্য কোথাও থেকে কাউকে প্রার্থী করা হয়, তাহলে উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ক আগামী দিনে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে গেরুয়া শিবিরের কাছে। তাই গ্রেটার কোচবিহারের নেতা হিসেবে পরিচিত অনন্ত মহারাজকে এই আসনে প্রার্থী করে একদিকে নিজেদের মুখ রক্ষা করার পাশাপাশি তৃণমূলের চাপ বাড়িয়ে দিল গেরুয়া শিবির। আর তৃণমূল নেতা নেত্রীরাও যে যথেষ্ট চাপে রয়েছে, তা তাদের প্রতিক্রিয়ার মধ্যে দিয়েই স্পষ্ট। অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!